আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে

Last Updated:

Sim Card: আপনার আইডি দিয়ে কটা সিম অ্যাক্টিভ রয়েছে? জানতে পারবেন এই সরকারি ওয়েবসাইটে!

#নয়াদিল্লি: সম্প্রতি জামতারা সিরিজের ২য় খণ্ড মুক্তি পেয়েছে। দর্শকরা দারুণ পছন্দ করেছেন এই সিরিজ। ছবিটি অনলাইন জালিয়াতি সম্পর্কে মানুষকে সচেতন করেছে।এই ছবিতে দেখানো হয়েছে, কিছু ছেলে ভুয়া সিমের সাহায্যে অনলাইনে প্রতারণা করে। লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। প্রতারণার জন্য প্রতিবারই তারা নতুন সিম ব্যবহার করে।
এখন প্রশ্ন হল, তারা এই সিম কীভাবে পায়? আজ এই বিষয়টি বোঝার চেষ্টা করা যাক। আপনি যখন সিম চালু করেন, তখন আপনার আইডির সাহায্যে কিছু দুর্বৃত্ত একটি নকল সিম সরিয়ে নেয়। যদিও এটা এত সহজ নয়। আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার আইডিতে কোনও সিম সক্রিয় করা হয়েছে কি না তা ঘরে বসেই জানতে পারবেন।
advertisement
আরও পড়ুন- চলন্ত গাড়ির সানরুফ থেকে মাথা বের করলেই 'শাস্তি'! নতুন নিয়ম জারি
1. অনেক সময় জানা যায় না যে আপনার আইডি (আধার কার্ড) থেকে কতগুলি সিম চালু রয়েছে! আপনি টেলিকম বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে ( https://tafcop.dgtelecom.gov.in/ ) চেক করতে পারেন। ওই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর লিখতে হবে। এর পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে।
advertisement
advertisement
2. এর পরে আপনি স্ক্রিনে একটি তালিকা দেখতে পাবেন। সেখানে আপনার লিঙ্ক করা সিম কার্ডের বিস্তারিত তথ্য থাকবে। যদি এই তালিকায় অন্য কোনও নম্বর থাকে, তবে আপনি সেটিও পরীক্ষা করতে পারেন। সন্দেহজনক কোনো নম্বর দেখলে তা ব্লক করার সুবিধাও রয়েছে।
আরও পড়ুন- দারুন খবর ! ১ লিটার তেলে ৪০কিমি, বাজারে আসছে Maruti Suzuki-র নতুন গাড়ি
3. সন্দেহজনক নম্বর ব্লক করার পরে আপনি একটি ট্র্যাকিং আইডি পাবেন। এর ভিত্তিতে অবৈধ নম্বর চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে কোনও একটি আইডিতে ৯টি সিম সক্রিয় থাকতে পারে। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে একটি আইডিতে মাত্র ৬টি সিম চালু রাখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement