চলন্ত গাড়ির সানরুফ থেকে মাথা বের করলেই 'শাস্তি'! নতুন নিয়ম জারি

Last Updated:

Sunroof Challan; গাড়ির সানরুফ কি মাথা বের করার জন্য? ট্রাফিক নিয়ম কী বলছে জেনে নিন।

#মুম্বই: ভারতের বেশিরভাগ অটোমোবাইল নির্মাতারা এখন যানবাহনে সানরুফ দেওয়া শুরু করেছে। কারণ, ক্রেতারা সানরুফ দারুণ পছন্দ করছেন। গ্রাহকরা এই সানরুফ খুব পছন্দ করছেন। এটি গাড়ির চেহারা যেমন বদলে দেয়, তেমনি আপনাকে খোলা আকাশ উপভোগ করতে দেয়।
যদিও নিরাপত্তার নিয়ম মানলে চলন্ত গাড়ির সানরুফ ব্যবহার করা যায় না। তবে এখন বহু মানুষ চলন্ত গাড়িতে এটি ব্যবহার করছেন। প্রায়শই অনেককে চলন্ত যানবাহনের সানরুফ থেকে মাথা বের করতে দেখা যায়। অনেকে তাঁদের সন্তানদের সানরুফে দাঁড় করিয়ে দেন। এটি একেবারেই ভুল। আর এবার এই ভুলের জন্য জরিমানা দিতে হতে পারে।
advertisement
আরও পড়ুন- এসে গেল জিও-র ট্রু ৫জি সার্ভিস, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড এবার ঝড় তুলবে
সম্প্রতি মুম্বইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে একজন মহিলাকে একটি জিপ কম্পাস এসইউভির সানরুফ থেকে উঁকি দিতে দেখা যায়। ভিডিওর ভিত্তিতে মুম্বই পুলিশ ওই মহিলার বিরুদ্ধে চালান ইস্যু করে। কোন ধারায় ওই গাড়ির চালকের বিরুদ্ধে চালান জারি করা হয়েছে, তা স্পষ্ট নয়। ভিডিওটি মুম্বাই সি লিঙ্কে তোলা হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
ভিডিওতে, মহিলাটিকে গাড়ির সানরুফ থেকে বেরিয়ে মজা করতে দেখা যায়। এছাড়া রাস্তায় গাড়িটি প্রচণ্ড গতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। অনেকে প্রায়ই চলন্ত গাড়িতে সানরুফ থেকে মাথা বের করেন। রাস্তায় চলন্ত যানবাহনে এমনটা করা জীবনের ঝুঁকি বটে! কারণ কোনও কারণে চালককে যদি ইমার্জেন্সি ব্রেক লাগাতে হয়, তা হলে সানরুফ থাকা ব্যক্তির ক্ষতি হতে পারে।
advertisement
গাড়িতে সানরুফ দেওয়া হয়েছে যাতে গাড়িতে বেশি পরিমাণে প্রাকৃতিক আলো আসতে পারে। এর সাহায্যে গাড়ির ভিতরের অংশ দ্রুত ঠান্ডা করা যায়। গাড়ি দীর্ঘক্ষণ রোদে দাঁড়ালে কিছুক্ষণ সানরুফ খুলে রাখলে তাপ বেরিয়ে যায়। এ ছাড়া সানরুফ আপনাকে একটি খোলামেলা অনুভূতি দিতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
চলন্ত গাড়ির সানরুফ থেকে মাথা বের করলেই 'শাস্তি'! নতুন নিয়ম জারি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement