এসে গেল জিও-র ট্রু ৫জি সার্ভিস, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড এবার ঝড় তুলবে

Last Updated:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেলিকম কোম্পানির রিলায়েন্স জিও সম্প্রতি বেঙ্গালুরু এবং হায়দরাবাদে চালু করেছে জিও ট্রু ৫জি সার্ভিস। মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বারাণসী এবং নাথদ্বারে কিছুদিন আগেই চালু করা হয়েছে জিও ট্রু ৫জি সার্ভিস। এবার হায়দরাবাদে এবং বেঙ্গালুরুতেও ও চালু করা হল জিও ট্রু ৫জি পরিষেবা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেলিকম কোম্পানির রিলায়েন্স জিও সম্প্রতি বেঙ্গালুরু এবং হায়দরাবাদে চালু করেছে জিও ট্রু ৫জি সার্ভিস। মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই, বারাণসী এবং নাথদ্বারে কিছুদিন আগেই চালু করা হয়েছে জিও ট্রু ৫জি সার্ভিস। এবার হায়দরাবাদে এবং বেঙ্গালুরুতেও ও চালু করা হল জিও ট্রু ৫জি পরিষেবা। এই দুটি শহরকেই ভারতের সাইবার এবং ডিজিটাল হাব বলে মনে করা হয়। জিও ট্রু ৫ জির আসল পরীক্ষা কাজেই এই শহরেই হবে।
রিলায়েন্স জিওর তরফে জানানো হয়েছে যে জিও ট্রু ৫জি ইতিমধ্যেই ছয়টি শহরের লাখ লাখ গ্রাহক ব্যবহার করে ফেলেছেন। সেই সকল গ্রাহকদের প্রতিক্রিয়া খুবই পজিটিভ। গ্রাহকদের সেই সকল প্রতিক্রিয়ার আধারে জিও তাদের ৫জি পরিষেবা নেটওয়ার্ক আরও মজবুত করে তুলছে। জিও তাদের গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ট্রু ৫জি সার্ভিসকে উন্নত করে তোলার চেষ্টা করছে।
advertisement
৫০০ এমবিপিএস থেকে ১ জিবিপিএস স্পিড -
advertisement
জিও কোম্পানির তরফে জানানো হয়েছে যে, গ্রাহকরা তাদের স্মার্টফোনে ৫০০ এমবিপিএস থেকে ১ জিপিএসের মধ্যে ইন্টারনেট স্পিড পাবেন। এর ফলে গ্রাহকরা বেশি মাত্রায় ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তারাই নিয়ে এসেছে ভারতের একমাত্র ট্রু ৫জি নেটওয়ার্ক। ৫জি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা একই সঙ্গে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
৫জি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ বিষয় -
- স্ট্যান্ড অ্যালোন ৫জি আর্কিটেকচার নেটওয়ার্ক। এর ফলে ৪জি নেটওয়ার্ক-এর নির্ভরতা শূন্যে নেমে আসবে।
- ৭০০ মেগাহার্টজ, ৩৫০০ মেগাহার্টজ এবং ২৬ মেগাহার্টজ ব্যান্ডে ৫জি স্পেক্ট্রামের সবথেকে বড় এবং ভাল মিশ্রণ।
- কেরিয়ার অ্যাগ্রিগেশন টেকনিকের ব্যবহার করে জিও ৫জি ফ্রিকোয়েন্সির একটি শক্তিশালী ডেটা হাইওয়ে তৈরি করে।
advertisement
অতিরিক্ত টাকা ছাড়াই ১ জিপিএস প্লাস স্পিড এবং আনলিমিটেড ৫জি ডেটা -
১০ নভেম্বর থেকে বেঙ্গালুরু এবং হায়দরাবাদে জিওর ইউজারদের কাছে রিলায়েন্স জিও টেলিকমের তরফে আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে এই জিও ট্রু ৫জি সার্ভিসের। এই অফারের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত টাকা ছাড়াই ১ জিপিএস প্লাস স্পিড এবং আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত শুল্ক ছাড়াই বেঙ্গালুরু এবং হায়দরাবাদের গ্রাহকরা ব্যবহার করতে পারবন জিও ট্রু ৫জি সার্ভিস।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এসে গেল জিও-র ট্রু ৫জি সার্ভিস, স্মার্টফোনের ইন্টারনেট স্পিড এবার ঝড় তুলবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement