Budget Bikes: এক লাখ টাকা বাজেট! তার মধ্যে বাইক চাই? সেরা পাঁচটি মডেল দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে স্টাইলিশ বাইকের প্রতি একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। আসলে একটা ভাল মোটরবাইকের স্বপ্ন দেখেন প্রায় সকলেই। কিন্তু বাজেটের কারণে অনেক সময়ই সাধের বাইক কেনা আর হয়ে ওঠে না তাঁদের।
কলকাতা: ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে স্টাইলিশ বাইকের প্রতি একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। আসলে একটা ভাল মোটরবাইকের স্বপ্ন দেখেন প্রায় সকলেই। কিন্তু বাজেটের কারণে অনেক সময়ই সাধের বাইক কেনা আর হয়ে ওঠে না তাঁদের। আসলে সাধ্যে কুলোয় না বলেই সাধ মেটানো সম্ভব হয় না। এই পরিস্থিতিতে আজ আমরা ৫টি এমন বাইকের কথা বলব, যার দাম ১ লক্ষ টাকার কাছাকাছি। সেই সঙ্গে এই বাইকগুলির পারফরম্যান্স তো শক্তিশালী বটেই, সেই সঙ্গে সেগুলির স্টাইলিশ লুকও চোখধাঁধানো। দেখে নেওয়া যাক এমন বাইকের তালিকা।
Hero Xtreme 125R:
সম্প্রতি বাজারে Extreme 125R এনেছে Hero Motors। এর এক্স-শোরুম মূল্য ৯৫ হাজার টাকা। এই বাইকের ABS মডেল আবার পাওয়া যায় ৯৯৫০০ টাকায়। এই বাইকের ফিচারগুলির মধ্যে অন্যতম ১২৫সিসি ইঞ্জিন। যা ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করে।
advertisement
আরও পড়ুন- হাফ দামে এসি! হঠাৎ হুড়মুড়িয়ে কমল দাম! Jio দিচ্ছে বিরাট সুযোগ, প্রচুর ডিসকাউন্ট
TVS Raider:
advertisement
Hero-র সঙ্গে পাল্লা দিতে বাজারে Raider 125 cc লঞ্চ করেছে TVS। আর হালকা ওজনের কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বাইক। এর দাম শুরু হচ্ছে ৮৫ হাজার টাকা থেকে। যদিও এর টপ মডেলের এক্স-শোরুম মূল্য ১,০৪,৪৭১ টাকা। এই বাইকের রয়েছে iGO Assist টেকনোলজি।
Bajaj Pulsar N125:
১ লক্ষ টাকার কমে বাজারে Pulsar N125 লঞ্চ করেছে জনপ্রিয় সংস্থা Bajaj। এই বাইকের চাহিদাও তুঙ্গে। Pulsar N250 বাইকের ডিজাইন থেকেই তৈরি হয়েছে এই বাইকের ডিজাইন। এর দাম মোটামুটি ৯৪৭০৭ টাকা থেকে ৯৮৭০৭ টাকার মধ্যে।
advertisement
আরও পড়ুন- কারেন্ট পোড়াবে কম, মাসের শেষে প্রচুর টাকা বাঁচাবে, এমন এসি এবার এল বাজারে
Honda SP 125:
গ্রাহকদের কথা মাথায় রেখে SP 125 বাজারে এনেছে Honda। ১ লক্ষ টাকার কমে এটা একটা ভাল বিকল্প। এই বাইকের রয়েছে ১২৫সিসি ইঞ্জিন। যা ১০.৭ বিএইচপি পাওয়ার এবং ১০.৯ এনএম টর্ক উৎপন্ন করে। এর দাম মোটামুটি ৮৭৪৬৮ টাকা থেকে ৯১৪৬৮ টাকার মধ্যে।
advertisement
Bajaj Freedom CNG:
Pulsar-এর পাশাপাশি সিএনজি-তে Bajaj Freedom লঞ্চ করেছে Bajaj। গ্রাহকদের থেকে এই বাইক দারুণ সাড়া পেয়েছে। আর Bajaj Freedom-ই হল বিশ্বের প্রথম সিএনজি বাইক। শুধু তা-ই নয়, পেট্রোলেও ছুটবে এই বাইক। এর দাম ৮৯৯৯৭ টাকা থেকে ১.০৯ লক্ষ টাকা পর্যন্ত। এই বাইকে ২ কেজি সিএনজি ট্যাঙ্ক এবং ২ লিটার পেট্রোল ট্যাঙ্কের বিকল্প রয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 04, 2025 6:39 PM IST