হাফ দামে এসি! হঠাৎ হুড়মুড়িয়ে কমল দাম! Jio দিচ্ছে বিরাট সুযোগ, প্রচুর ডিসকাউন্ট
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে, LG, Bluestar, Voltas এবং Midea-র মতো সংস্থাগুলি এসি-র উপর ব্যাপক ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যাঁরা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখান থেকেই এসি কিনে নিতে পারেন। কম দামে কোন এসি কেনা ভাল হবে, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
বেলা না গড়াতেই মাথার উপর যেন আগুন ঝরাতে থাকে সূর্য। আর এই পরিস্থিতিতে রীতিমতো হাঁসফাঁস দশা হয় মানুষের। ফলে একটু ঠান্ডা হাওয়া কিংবা ঠান্ডা জলই সেই জ্বালা যেন জুড়োতে পারে। এদিকে গরম আসতে না আসতেই এসি-র চাহিদাও হু-হু করে বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে গরম এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, মানুষ নতুন নতুন এয়ার কন্ডিশনার কিনতে দোকানে ছুটছেন। আবার অনেক ক্রেতাই অনলাইন কেনাকাটাকেই বেছে নিচ্ছেন। বেশিরভাগ মানুষ Amazon এবং Flipkart থেকেই কেনাকাটা করছেন। কারণ সেখানে এসি-র উপর এমনিতেই ভাল ছাড় মেলে। কিন্তু এবার সস্তার এসি-র দৌড়ে নাম লিখিয়েছে JioMart। সেখানে কিছু কিছু এসি অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আবার ৪৫ শতাংশেরও বেশি ছাড়ে এসি সেখানে পাওয়া যাচ্ছে। তাই দেখে নেওয়া যাক গোটা বিষয়টা।
advertisement
JioMart-এ মিলছে সস্তার এসি:
JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে, LG, Bluestar, Voltas এবং Midea-র মতো সংস্থাগুলি এসি-র উপর ব্যাপক ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যাঁরা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখান থেকেই এসি কিনে নিতে পারেন। কম দামে কোন এসি কেনা ভাল হবে, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে, LG, Bluestar, Voltas এবং Midea-র মতো সংস্থাগুলি এসি-র উপর ব্যাপক ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যাঁরা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখান থেকেই এসি কিনে নিতে পারেন। কম দামে কোন এসি কেনা ভাল হবে, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement