হাফ দামে এসি! হঠাৎ হুড়মুড়িয়ে কমল দাম! Jio দিচ্ছে বিরাট সুযোগ, প্রচুর ডিসকাউন্ট

Last Updated:
JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে, LG, Bluestar, Voltas এবং Midea-র মতো সংস্থাগুলি এসি-র উপর ব্যাপক ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যাঁরা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখান থেকেই এসি কিনে নিতে পারেন। কম দামে কোন এসি কেনা ভাল হবে, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
1/6
বেলা না গড়াতেই মাথার উপর যেন আগুন ঝরাতে থাকে সূর্য। আর এই পরিস্থিতিতে রীতিমতো হাঁসফাঁস দশা হয় মানুষের। ফলে একটু ঠান্ডা হাওয়া কিংবা ঠান্ডা জলই সেই জ্বালা যেন জুড়োতে পারে। এদিকে গরম আসতে না আসতেই এসি-র চাহিদাও হু-হু করে বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে গরম এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, মানুষ নতুন নতুন এয়ার কন্ডিশনার কিনতে দোকানে ছুটছেন। আবার অনেক ক্রেতাই অনলাইন কেনাকাটাকেই বেছে নিচ্ছেন। বেশিরভাগ মানুষ Amazon এবং Flipkart থেকেই কেনাকাটা করছেন। কারণ সেখানে এসি-র উপর এমনিতেই ভাল ছাড় মেলে। কিন্তু এবার সস্তার এসি-র দৌড়ে নাম লিখিয়েছে JioMart। সেখানে কিছু কিছু এসি অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আবার ৪৫ শতাংশেরও বেশি ছাড়ে এসি সেখানে পাওয়া যাচ্ছে। তাই দেখে নেওয়া যাক গোটা বিষয়টা।
বেলা না গড়াতেই মাথার উপর যেন আগুন ঝরাতে থাকে সূর্য। আর এই পরিস্থিতিতে রীতিমতো হাঁসফাঁস দশা হয় মানুষের। ফলে একটু ঠান্ডা হাওয়া কিংবা ঠান্ডা জলই সেই জ্বালা যেন জুড়োতে পারে। এদিকে গরম আসতে না আসতেই এসি-র চাহিদাও হু-হু করে বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্তে গরম এতটাই তীব্র আকার ধারণ করেছে যে, মানুষ নতুন নতুন এয়ার কন্ডিশনার কিনতে দোকানে ছুটছেন। আবার অনেক ক্রেতাই অনলাইন কেনাকাটাকেই বেছে নিচ্ছেন। বেশিরভাগ মানুষ Amazon এবং Flipkart থেকেই কেনাকাটা করছেন। কারণ সেখানে এসি-র উপর এমনিতেই ভাল ছাড় মেলে। কিন্তু এবার সস্তার এসি-র দৌড়ে নাম লিখিয়েছে JioMart। সেখানে কিছু কিছু এসি অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আবার ৪৫ শতাংশেরও বেশি ছাড়ে এসি সেখানে পাওয়া যাচ্ছে। তাই দেখে নেওয়া যাক গোটা বিষয়টা।
advertisement
2/6
JioMart-এ মিলছে সস্তার এসি:JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে, LG, Bluestar, Voltas এবং Midea-র মতো সংস্থাগুলি এসি-র উপর ব্যাপক ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যাঁরা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখান থেকেই এসি কিনে নিতে পারেন। কম দামে কোন এসি কেনা ভাল হবে, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
JioMart-এ মিলছে সস্তার এসি:
JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে, LG, Bluestar, Voltas এবং Midea-র মতো সংস্থাগুলি এসি-র উপর ব্যাপক ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যাঁরা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা এখান থেকেই এসি কিনে নিতে পারেন। কম দামে কোন এসি কেনা ভাল হবে, সেটাই একঝলকে দেখে নেওয়া যাক।
advertisement
3/6
LG 1.5 Ton 3 Star Split AC:LG-র এই এসি-র MRP ৭৯৯৯০ টাকা। কিন্তু ৫৩ শতাংশ ছাড়ে JioMart থেকে তা কিনতে পারবেন গ্রাহকরা। যার ফলে এই এসি পাওয়া যাচ্ছে মাত্র ৩৭১৯০ টাকায়। এতে রয়েছে ৬-স্টেপ ফ্যান স্পিড।
LG 1.5 Ton 3 Star Split AC:
LG-র এই এসি-র MRP ৭৯৯৯০ টাকা। কিন্তু ৫৩ শতাংশ ছাড়ে JioMart থেকে তা কিনতে পারবেন গ্রাহকরা। যার ফলে এই এসি পাওয়া যাচ্ছে মাত্র ৩৭১৯০ টাকায়। এতে রয়েছে ৬-স্টেপ ফ্যান স্পিড।
advertisement
4/6
Bluestar 1 Ton 3 Star 5 in 1 Convertible Inverter Split AC:Bluestar-এর এই এসি-র রয়েছে ৩-স্টার রেটিং। এর MRP ৬৩৫০০ টাকা। কিন্তু JioMart-এ ৪৯ শতাংশ ছাড় দিয়ে অর্থআৎ মাত্র ৩১৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই এসি। এতে রয়েছে ৪-ওয়ে স্যুইং। ২০২৪ সালে এই মডেল লঞ্চ করেছিল সংশ্লিষ্ট সংস্থা।
Bluestar 1 Ton 3 Star 5 in 1 Convertible Inverter Split AC:
Bluestar-এর এই এসি-র রয়েছে ৩-স্টার রেটিং। এর MRP ৬৩৫০০ টাকা। কিন্তু JioMart-এ ৪৯ শতাংশ ছাড় দিয়ে অর্থআৎ মাত্র ৩১৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এই এসি। এতে রয়েছে ৪-ওয়ে স্যুইং। ২০২৪ সালে এই মডেল লঞ্চ করেছিল সংশ্লিষ্ট সংস্থা।
advertisement
5/6
Voltas 1.5 Ton 3 Star 4-in-1 Convertible Inverter Split AC:Voltas-এর ১.৫ টন এসি-র উপর পাওয়া যাচ্ছে ৪৭ শতাংশ ছাড়। যদিও এর MRP ৬৪৯৯০ টাকা। কিন্তু JioMart-এ তা পাওয়া যাচ্ছে মাত্র ৩৩৯৯০ টাকায়। শুধু তা-ই নয়, ১৬০০ টাকার মাসিক ইএমআই দিয়েও গ্রাহকরা কিনতে পারবেন এই এসি।
Voltas 1.5 Ton 3 Star 4-in-1 Convertible Inverter Split AC:
Voltas-এর ১.৫ টন এসি-র উপর পাওয়া যাচ্ছে ৪৭ শতাংশ ছাড়। যদিও এর MRP ৬৪৯৯০ টাকা। কিন্তু JioMart-এ তা পাওয়া যাচ্ছে মাত্র ৩৩৯৯০ টাকায়। শুধু তা-ই নয়, ১৬০০ টাকার মাসিক ইএমআই দিয়েও গ্রাহকরা কিনতে পারবেন এই এসি।
advertisement
6/6
Midea 1.5 Ton 3 Star Santis Pro Plus Deluxe Inverter Split AC:Midea-র এসি বেশ জনপ্রিয়। JioMart-এ এই এসি-র উপর মিলছে ৪৫ শতাংশ ছাড়। এর MRP যেহেতু ৬১৭৯০ টাকা, সেই কারণে গ্রাহকরা এই এসি পাবেন মাত্র ৩৩৪৯০ টাকায়। এর মধ্যে রয়েছে অটোক্লিন ফিচার।
Midea 1.5 Ton 3 Star Santis Pro Plus Deluxe Inverter Split AC:
Midea-র এসি বেশ জনপ্রিয়। JioMart-এ এই এসি-র উপর মিলছে ৪৫ শতাংশ ছাড়। এর MRP যেহেতু ৬১৭৯০ টাকা, সেই কারণে গ্রাহকরা এই এসি পাবেন মাত্র ৩৩৪৯০ টাকায়। এর মধ্যে রয়েছে অটোক্লিন ফিচার।
advertisement
advertisement
advertisement