Shakib Al Hasan : শাকিব আল হাসানকে আর কোনওদিন খেলতে দেওয়া হবে না! বাংলাদেশে বিরাট ঘোষণা, একটা 'ভুল', তাতেই এত বড় একটা ঘটনা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan : বাংলাদেশের ক্রিকেটে শাকিব আল হাসান জমানা তা হলে শেষ! বাংলাদেশের জার্সিতে আর কখনও খেলতে দেখা যাবে না তাঁকে। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বড় ঘোষণা করে দিলেন।
advertisement
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এদিন জানিয়ে দিলেন, শাকিবকে আর কখনও বাংলাদেশের ক্রিকেটে দেখা যাবে না। তিনি বলেন, ‘ওকে বাংলাদেশের জার্সিতে আর খেলতে দেওয়া যাবে না। এটা আমি আগে বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশ থাকবে, শাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারবেন না।’
advertisement
advertisement
advertisement
গত রবিবার শাকিবের এক পোস্ট নিয়ে অশান্তির সূত্রপাত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটা ছবি দিয়ে শাকিব লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’ এর পর আসিফ মাহমুদ তাঁর ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। ইন্ড অব দ্য ডিসকাশন।’
advertisement
এর জবাবে শাকিব লেখেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না। বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’ সে (শেখ হাসিনা) তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখছে। তাই না? খেলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিলেন। তো সেখান থেকেই একটা সম্পর্ক হয়েছে। সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। তা ছাড়া অন্য কোনও উদ্দেশ্য, কাউকে কোনও ইঙ্গিত, এমন কোনও কিছুই নয়।