UAE-তে মহা সমারোহে দুর্গা পুজো ! দেখুন মরু শহরে উৎসবমুখর পরিবেশে মাতৃ আরাধনা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের সভাপতি অজিত কুমার রায় বলেন, ‘‘তৃতীয়বার আমরা সকলে মিলে দুর্গাপুজোর আয়োজন করছি ৷ এপার বাংলা ও ওপার বাংলা (বাংলাদেশ)-র প্রবাসী সনাতনীরা মিলে পুজোর আয়োজন করে থাকি ৷ আমরা চেষ্টা করি আমাদের বারো মাসে তেরো পার্বণের যে অনুষ্ঠানগুলি রয়েছে তা সকলে মিলে এক ছাতার নীচে আয়োজন করতে ৷’’
২০২১ সালের ১৮ অক্টোবরে প্রতিষ্ঠিত, প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) প্রবাসী সনাতনীদের ঐক্যবদ্ধ করা এবং তাঁদের ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধর্ম, সংস্কৃতি ও উৎসব প্রচার ও সংরক্ষণে বরাবরই উদ্যোগী ভূমিকা নিয়ে এসেছে।
advertisement
advertisement
advertisement
এ বছর PSOP গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, তাদের আয়োজিত দুর্গাপুজো সম্ভবত আমিরশাহীতে সবচেয়ে বড় পুজোর উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। এভাবে বৈচিত্র্যকে আলিঙ্গন করে এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং হৃদয়ের মিলনক্ষেত্র এবং এক মহোৎসব, যা ছড়িয়ে দেয় মা দুর্গার সার্বজনীন বার্তা, অশুভ শক্তির উপর শুভর জয়।
advertisement
এই যাত্রা প্রসঙ্গে, PSOP-এর সভাপতি জনাব অজিত কুমার রায় বলেন: “প্রথম দিন থেকেই আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে গর্ব বোধ করি। আমার কাছে PSOP কেবল একটি পরিষদ নয়, এটি এক পরিবার, যা ঐক্য, সহযোগিতা ও অভিন্ন মূল্যবোধে বাঁধা। বিদেশের মাটিতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ সনাতনী সমাজকে সহায়তা করা, আমাদের সংস্কৃতিকে সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য।’’
advertisement
advertisement
advertisement