Durga Puja 2025: মায়াপুর ছুটতে হবে না! মুর্শিদাবাদের বুকে আস্ত ইসকন মন্দির! ষষ্ঠী থেকেই দর্শনার্থীদের ঢল

Last Updated:
Durga Puja 2025: পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ষষ্ঠী থেকেই ভিড় হতে শুরু করেছে। সপ্তমীর রাতেও পুজো মণ্ডপে ঢল নামে। মুর্শিদাবাদের বুকে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হয়েছে।
1/5
আজ মহা অষ্টমী। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে দেবী দুর্গার পুজো চলছে। দুর্গোৎসব উপলক্ষ্যে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন থিমের মণ্ডপ তৈরি করা হয়েছে। মুর্শিদাবাদে যেমন তৈরি করা হয়েছে মায়াপুরের ইসকন মন্দির। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
আজ মহা অষ্টমী। সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে দেবী দুর্গার পুজো চলছে। দুর্গোৎসব উপলক্ষ্যে রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন থিমের মণ্ডপ তৈরি করা হয়েছে। মুর্শিদাবাদে যেমন তৈরি করা হয়েছে মায়াপুরের ইসকন মন্দির। <strong>(ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)</strong>
advertisement
2/5
সুতি থানার আহিরন তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাবের তৃতীয় বর্ষের বিশেষ আকর্ষণ মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। এই বছর দুর্গোৎসবে আহিরন তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপসজ্জায় একুশ ফুট উচ্চতার মা দুর্গার প্রতিমা তুলে ধরা হয়েছে।
সুতি থানার আহিরন তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাবের তৃতীয় বর্ষের বিশেষ আকর্ষণ মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপসজ্জা। এই বছর দুর্গোৎসবে আহিরন তরুণ সংঘ অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপসজ্জায় একুশ ফুট উচ্চতার মা দুর্গার প্রতিমা তুলে ধরা হয়েছে।
advertisement
3/5
প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে এই প্রথম এত বাজেটের বড় মাপের পুজোর আয়োজন করা হয়েছে। পাশের শহর জঙ্গিপুর টাউনকেও টক্কর দিয়েছে এই পুজো কমিটি। নজর কেড়ে নিচ্ছে অসাধারণ সাজে সজ্জিত মা দুর্গা।
প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে এই প্রথম এত বাজেটের বড় মাপের পুজোর আয়োজন করা হয়েছে। পাশের শহর জঙ্গিপুর টাউনকেও টক্কর দিয়েছে এই পুজো কমিটি। নজর কেড়ে নিচ্ছে অসাধারণ সাজে সজ্জিত মা দুর্গা।
advertisement
4/5
এই মণ্ডপের আকৃতি এবং দেবীর উচ্চতা শুনে গ্রামগঞ্জ থেকে মানুষ যেমন ভিড় করছেন, তেমনই শহরের মানুষও এই মণ্ডপ একবার দর্শন এর উদ্দেশে পৌঁছচ্ছেন বলে দাবি উদ্যোক্তাদের।
এই মণ্ডপের আকৃতি এবং দেবীর উচ্চতা শুনে গ্রামগঞ্জ থেকে মানুষ যেমন ভিড় করছেন, তেমনই শহরের মানুষও এই মণ্ডপ একবার দর্শন এর উদ্দেশে পৌঁছচ্ছেন বলে দাবি উদ্যোক্তাদের।
advertisement
5/5
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ষষ্ঠী থেকেই ভিড় হতে শুরু করেছে। সপ্তমীর রাতেও পুজো মণ্ডপে ঢল নামে। অষ্টমী সকাল থেকেও অঞ্জলি দেওয়ার জন্য চোখে পড়ার মতো ভিড় ছিল। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ষষ্ঠী থেকেই ভিড় হতে শুরু করেছে। সপ্তমীর রাতেও পুজো মণ্ডপে ঢল নামে। অষ্টমী সকাল থেকেও অঞ্জলি দেওয়ার জন্য চোখে পড়ার মতো ভিড় ছিল। <strong>(ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)</strong>
advertisement
advertisement
advertisement