কারেন্ট পোড়াবে কম, মাসের শেষে প্রচুর টাকা বাঁচাবে, এমন এসি এবার এল বাজারে
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
ডোমেস্টিক এয়ার কন্ডিশনারের দুনিয়ায় প্রবেশ করল Elista। আসলে আজকাল গ্রীষ্মের মরশুমে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে। আর মাত্রাছাড়া এই হাঁসফাঁস গরমে এসি-র ঠান্ডা হাওয়াতেই মেলে স্বস্তি।
ডোমেস্টিক এয়ার কন্ডিশনারের দুনিয়ায় প্রবেশ করল Elista। আসলে আজকাল গ্রীষ্মের মরশুমে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যাচ্ছে। আর মাত্রাছাড়া এই হাঁসফাঁস গরমে এসি-র ঠান্ডা হাওয়াতেই মেলে স্বস্তি। সেই কথা মাথায় রেখেই Elista লঞ্চ করল EL-SAC Residential Air Conditioners-এর নতুন রেঞ্জ। সমস্ত মডেলই তৈরি হচ্ছে ভারতে। ফলে বিশেষ ভাবে ভারতীয় বাড়িগুলির চাহিদার কথা মাথায় রেখেই এগুলি ডিজাইন করা হয়েছে।
advertisement
বাজারে ৬টি মডেল:
Elista-র নতুন রেঞ্জে রয়েছে মোট ৬টি মডেল। যেগুলির টন ক্যাপাসিটি মোটামুটি ১ থেকে ২ টন রেঞ্জের মধ্যেই। এক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন ইনভার্টার এবং ফিক্সড-স্পিড অপশন। ফলে যাতে প্রতিটি ধরনের ঘরের মাপ এবং বাজেটের জন্য একটি উপযুক্ত মডেল পাওয়া যাবে। এই এসি-তে রয়েছে ১০০ শতাংশ কপার কনডেন্সার। যা দুর্দান্ত কুলিংয়ের সুবিধা তো দেয়ই। সেই সঙ্গে মরিচা বা রাস্ট প্রতিরোধ করে। আর এর পারফরম্যান্সও দীর্ঘস্থায়ী হয়।
Elista-র নতুন রেঞ্জে রয়েছে মোট ৬টি মডেল। যেগুলির টন ক্যাপাসিটি মোটামুটি ১ থেকে ২ টন রেঞ্জের মধ্যেই। এক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবেন ইনভার্টার এবং ফিক্সড-স্পিড অপশন। ফলে যাতে প্রতিটি ধরনের ঘরের মাপ এবং বাজেটের জন্য একটি উপযুক্ত মডেল পাওয়া যাবে। এই এসি-তে রয়েছে ১০০ শতাংশ কপার কনডেন্সার। যা দুর্দান্ত কুলিংয়ের সুবিধা তো দেয়ই। সেই সঙ্গে মরিচা বা রাস্ট প্রতিরোধ করে। আর এর পারফরম্যান্সও দীর্ঘস্থায়ী হয়।
advertisement
৫-স্টার রেটিং:
এই সিরিজের স্পেশ্যাল মডেলটি হল EL-SAC18-5INVBP5। এটি আসলে ১.৫ টন ইনভার্টার এসি। যা ৫-স্টার এনার্জি রেটিং পেয়েছে। যাঁরা বিদ্যুতের বিলের বোঝা সহ্য করতে পারবেন না, তাঁদের জন্য এটি সেরা। আবার কুলিংয়ের ক্ষেত্রেও আপোস করতে হবে না। এই এসি-তে রয়েছে R-32 রেফ্রিজারেন্ট। যা পরিবেশের জন্য অত্যন্ত নিরাপদ। এর পাশাপাশি এই এসি শুধুমাত্র ০.৫ ওয়াট ইলেকট্রিসিটি খরচ করে, তা-ও স্ট্যান্টবাই মোডে।
এই সিরিজের স্পেশ্যাল মডেলটি হল EL-SAC18-5INVBP5। এটি আসলে ১.৫ টন ইনভার্টার এসি। যা ৫-স্টার এনার্জি রেটিং পেয়েছে। যাঁরা বিদ্যুতের বিলের বোঝা সহ্য করতে পারবেন না, তাঁদের জন্য এটি সেরা। আবার কুলিংয়ের ক্ষেত্রেও আপোস করতে হবে না। এই এসি-তে রয়েছে R-32 রেফ্রিজারেন্ট। যা পরিবেশের জন্য অত্যন্ত নিরাপদ। এর পাশাপাশি এই এসি শুধুমাত্র ০.৫ ওয়াট ইলেকট্রিসিটি খরচ করে, তা-ও স্ট্যান্টবাই মোডে।
advertisement
advertisement
advertisement