WTC Final 2023, IND vs AUS: এবার অস্ট্রলিয়াকে নিয়ে কোহলি প্রতিক্রিয়া ভাইরাল, প্রতিপক্ষকে বুঝিয়ে দিলেন ভারতের শক্তি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Test Championship Final 2023: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালের আগে প্রতিপক্ষ দলকে নিজেদের শক্তি সম্পর্কে খানিক আভাস দিয়ে রাখলেন বিরাট কোহলি। সঙ্গে প্রতিপক্ষকে সমীহ করলেন ভিকে।
লন্ডন: বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক ভাল হয়েছে ঠিকই। কিন্তু ২২ গজের লড়াইয়ে এখনও যে কেউ কাওকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তা সাম্প্রতিক সিরিজে একাধিকবার প্রমাণিত হয়েছে। আগামি ৭ জুন থেকে টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ওভালের লড়াই যে দুই দলের পক্ষেই খুব একটা সহজ হবে না তা ভাল করেই জানে উভয় টিম। তবে মেগা ফাইনালের আগে প্রতিপক্ষ দলকে নিজেদের শক্তি সম্পর্কে খানিক আভাস দিয়ে রাখলেন বিরাট কোহলি। সঙ্গে প্রতিপক্ষকে সমীহ করলেন ভিকে।
সম্প্রতি, আইসিসির শেয়ার করা একটি ভিডিওতে বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাতে কোহলি রান না পান সেই কথাও জানিয়েছিলেন অজি তারকারা। এবার ফাইনাল সম্প্রচারকারী চ্যানেলের তরফে শেয়ার করা ভিডিওতে বিরাট কোহলি বলেন, “আগে অস্ট্রেলিয়ার সিরিজ মানই একটা অশান্তির আবহ, ভয়ের পরিবেশ থাকত। কিন্তু সাম্প্রতিক কাল আমরা ওদের মাঠে গিয়ে দুটি সিরিজ জেতার পর পরিস্থিতি বদলে গিয়েছে। এখন আমাদের হাল্কাভাবে নেয় না, উল্টে সমীহ করে। ওরা জেনে গিয়েছে আমরা ওদের মাঠে গিয়েও কঠিন লড়াই দিতে পারি। শক্তিতে ওদের সমান।”
advertisement
KING KOHLI SUPREMACY cannot go unnoticed even in the nets!
We’re ready to see @imVkohli quash the Australian bowling line-up!Tune-in to #FollowTheBlues
June 7 | 9 AM & 12 PM | Star Sports Network & Disney+ Hotstar.#WTCFinalOnStar #BelieveInBlue pic.twitter.com/oWeydFBo6O— Star Sports (@StarSportsIndia) June 5, 2023
advertisement
advertisement
পাশাপাশি অস্ট্রেলিয়া দল হিসেবে কতটা ভয়ঙ্কর হতে পারে তাও জানিয়েছেন বিরাট কোহলি। প্রতিপক্ষকে সমীহ করে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন,”অস্ট্রেলিয়া টিম নিজেদের একটা স্কিল ও লেভেল সেট করেছে। ওরা প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে। ওদের হাল্কাভাবে নিলেই ম্যাচে চেপে বসবে।” পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা যে উপভগ করেন ও কঠিন দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে পছন্দ করেন সেই কথাও জানিয়েছেন বিরাট কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 8:44 PM IST