Shubman Gill: মন ভাঙল সচিন কন্যার! টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে কার সঙ্গে 'ডেটিংয়ে' শুভমান গিল? ভাইরাল ছবি

Last Updated:
Shubman Gil: বর্তমানে ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা শুভমান গিল। মাচো লুকস, মিষ্টি হাসির সৌজন্য মহিলা ফ্যান ফলোয়ার্সও কম নয়। কখনও সারা তেন্ডুলকর বা কখনও সারা আলি খানের সঙ্গে প্রেমের জল্পনায় নাম জড়িয়েছে শুভমান গিলের। কিন্তু এবার অন্য সুন্দরীর সঙ্গে ডেটিংয়ে দেখা গেল গিলকে।
1/7
বর্তমানে ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা শুভমান গিল। মাচো লুকস, মিষ্টি হাসির সৌজন্য মহিলা ফ্যান ফলোয়ার্সও কম নয়। কখনও সারা তেন্ডুলকর বা কখনও সারা আলি খানের সঙ্গে প্রেমের জল্পনায় ন াম জড়িয়েছে শুভমান গিলের।
বর্তমানে ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা শুভমান গিল। মাচো লুকস, মিষ্টি হাসির সৌজন্য মহিলা ফ্যান ফলোয়ার্সও কম নয়। কখনও সারা তেন্ডুলকর বা কখনও সারা আলি খানের সঙ্গে প্রেমের জল্পনায় ন াম জড়িয়েছে শুভমান গিলের।
advertisement
2/7
কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এক অন্য সুন্দরীর সঙ্গে দেখা গেল শুভমান গিলকে। দুজনের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি এই মুহূর্তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এক অন্য সুন্দরীর সঙ্গে দেখা গেল শুভমান গিলকে। দুজনের একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি এই মুহূর্তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
advertisement
3/7
কখনও দুজনকে দেখা যায় কফির টেবিলে মুখোমুখি বসে থাকতে, কখনও আবার দেখা যায় একে অপরকে ফুল দিচ্ছেন। দুজনের মধ্যে প্রথম ডেটিং নিয়ে কথা বার্তাও হয়। যেই ভিডিও ভাইরাল। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
কখনও দুজনকে দেখা যায় কফির টেবিলে মুখোমুখি বসে থাকতে, কখনও আবার দেখা যায় একে অপরকে ফুল দিচ্ছেন। দুজনের মধ্যে প্রথম ডেটিং নিয়ে কথা বার্তাও হয়। যেই ভিডিও ভাইরাল। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
advertisement
4/7
এই ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলের মনেই প্রশ্ন জাগে দুই সারাকে সরিয়ে কার সঙ্গে ডেটিং করছেন ভারতীয় ক্রিকেট তারকা। তারপর জানা যায় আসল তথ্য। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
এই ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সকলের মনেই প্রশ্ন জাগে দুই সারাকে সরিয়ে কার সঙ্গে ডেটিং করছেন ভারতীয় ক্রিকেট তারকা। তারপর জানা যায় আসল তথ্য। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
advertisement
5/7
গিলকে যে সুন্দরী মহিলার সঙ্গে ডেটে দেখা গিয়েছে তার নাম নীহারিকা। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। আসলে গিলের সঙ্গে নীহারিকা এক কোলাবোরেশন ভিডিয়ো করেছেন। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
গিলকে যে সুন্দরী মহিলার সঙ্গে ডেটে দেখা গিয়েছে তার নাম নীহারিকা। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। আসলে গিলের সঙ্গে নীহারিকা এক কোলাবোরেশন ভিডিয়ো করেছেন। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
advertisement
6/7
সেই ভিডিয়োটি বানানো হয় এই মর্মে যে, প্রথম ডেটে গিয়ে কেমন কথোপকথন হয়। ভিডিয়োর ক্যাপশনে নীহারিকা লেখেন, ‘আমি জানি না এটা ডেট ছিল নাকি ম্যাজিক শো।’ ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
সেই ভিডিয়োটি বানানো হয় এই মর্মে যে, প্রথম ডেটে গিয়ে কেমন কথোপকথন হয়। ভিডিয়োর ক্যাপশনে নীহারিকা লেখেন, ‘আমি জানি না এটা ডেট ছিল নাকি ম্যাজিক শো।’ ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
advertisement
7/7
একইসঙ্গে তিনি লেখেন, ‘Spider-Man: Across the Spider-Verse সিনেমাতে শুভমন গিলকে সকলে দেশি স্পাইডারম্যান হিসেবে দেখুন।’ আসলে ছবির প্রচারের নীহারিকার সঙ্গে প্রোমোশনাল স্ট্র্যাটেজি থেকেই গিল এই ডেটের ভিডিওটিতে অংশ নিয়েছেন। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
একইসঙ্গে তিনি লেখেন, ‘Spider-Man: Across the Spider-Verse সিনেমাতে শুভমন গিলকে সকলে দেশি স্পাইডারম্যান হিসেবে দেখুন।’ আসলে ছবির প্রচারের নীহারিকার সঙ্গে প্রোমোশনাল স্ট্র্যাটেজি থেকেই গিল এই ডেটের ভিডিওটিতে অংশ নিয়েছেন। ছবি সৌ: নীহারিকা এনএম ইনস্টাগ্রাম
advertisement
advertisement
advertisement