Deepti Sharma: বিশ্বকাপের সেরা ক্রিকেটার আইপিএলের দল থেকে বাদ! মেয়েদের ক্রিকেটে আবার হইচই, বিশ্বকাপ জিতেও লাভ হল না!

Last Updated:

Deepti Sharma: ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা, যিনি সদ্য সমাপ্ত আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ ২০২৫-এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (Player of the Tournament) পুরস্কার জিতেছেন, তাঁকে রিটেইন করল না ইউপি ওয়ারিয়র্স!

News18
News18
কলকাতা: ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা, যিনি সদ্য সমাপ্ত আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপ ২০২৫-এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের (Player of the Tournament) পুরস্কার জিতেছেন, তাঁকে রিটেইন করল না ইউপি ওয়ারিয়র্স! দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট, যিনি বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন, তাঁকেও উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) দল গুজরাত জায়ান্টস ছেড়ে দেবে বলে খবর।
ইএসপিএন ক্রিকইনফো-র বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউপি ওয়ারিয়র্স শুধু একজন অনক্যাপড (অপ্রতিষ্ঠিত) ভারতীয় খেলোয়াড়, শ্বেতা সেহরাওয়াতকে ধরে রাখবে, এবং গুজরাট জায়ান্টস তাদের দলে দুজন অস্ট্রেলিয়ান — অ্যাশলি গার্ডনার ও বেথ মুনিকে রেখে দেবে।
দুবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখবে — হরমনপ্রীত কৌর, ন্যাট সিভার-ব্রান্ট, অমনজোত কৌর, জি কামিলিনি এবং হেইলি ম্যাথিউস। তবে তারা নিউজিল্যান্ডের অলরাউন্ডার আমেলিয়া কারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। তিনি ২০২৪ সালে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার (ICC Women’s Cricketer of the Year) নির্বাচিত হয়েছিলেন।
advertisement
advertisement
দিল্লি ক্যাপিটালসও পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখবে বলে আশা করা হচ্ছে — আনাবেল সাদারল্যান্ড, মেরিজান ক্যাপ, জেমিমা রদ্রিগস, শাফালি ভার্মা এবং নিকি প্রসাদ। তবে সবচেয়ে চমকপ্রদ খবর, তারা মেগ ল্যানিংকে ধরে রাখবে না, যিনি দলকে টানা তিনটি ডব্লিউপিএল ফাইনালে নেতৃত্ব দিয়েছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে স্মৃতি মান্ধানা, এলিস পেরি, ঋচা ঘোষ এবং শ্রেয়াঙ্কা পাটিল — এই চারজন খেলোয়াড়কে ধরে রাখার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ডব্লিউপিএল সংস্করণে ইউপি ওয়ারিয়র্স পয়েন্ট তালিকার একেবারে নিচে শেষ করেছিল, এবং তারা এখন এক নতুন সূচনা করতে চায়।
advertisement
তাদের হাতে “রাইট টু ম্যাচ” (RTM) কার্ডের মাধ্যমে চারজন খেলোয়াড়কে পুনরায় দলে নেওয়ার সুযোগ থাকবে মেগা নিলামে। RTM-এর মাধ্যমে যে খেলোয়াড়রা উপলব্ধ থাকবেন তারা হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক আলিসা হিলি, ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টোন, এবং অস্ট্রেলিয়ার ত্রয়ী — গ্রেস হ্যারিস, তাহিলা ম্যাকগ্রা ও আলানা কিং — পাশাপাশি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু।
advertisement
আরও পড়ুন- ‘মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই’, সৌরভের সেই সাক্ষাৎকার! সেদিন আর কী বলেছিলেন ‘দাদা’
তারা চাইলে ভারতীয় পেসার ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মার ক্ষেত্রেও RTM কার্ড ব্যবহার করতে পারবে। অন্যদিকে, গুজরাত জায়ান্টসের ক্ষেত্রে — লরা উলভার্ট, যিনি মঙ্গলবার বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার হয়েছেন, তাঁকে ছেড়ে দেওয়ার পাশাপাশি দলটি অস্ট্রেলিয়ার ব্যাটার ফিবি লিচফিল্ডের সঙ্গেও বিচ্ছেদ ঘটাচ্ছে।
advertisement
ডব্লিউপিএল ২০২৬-এর সম্ভাব্য রিটেনশন তালিকা-
দিল্লি ক্যাপিটালস: আনাবেল সাদারল্যান্ড, মেরিজান ক্যাপ, জেমিমা রদ্রিগস, শাফালি ভার্মা, নিকি প্রসাদ
মুম্বাই ইন্ডিয়ান্স: হরমনপ্রীত কৌর, ন্যাট সিভার-ব্রান্ট, অমনজোত কৌর, জি কামিলিনি, হেইলি ম্যাথিউস
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: স্মৃতি মান্ধানা, এলিস পেরি, ঋচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Deepti Sharma: বিশ্বকাপের সেরা ক্রিকেটার আইপিএলের দল থেকে বাদ! মেয়েদের ক্রিকেটে আবার হইচই, বিশ্বকাপ জিতেও লাভ হল না!
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement