Dragon Fruit: ফল তো নয়, যেন সোনা! সঠিক পদ্ধতিতে ড্রাগন চাষ, রায়দিঘির গৃহবধূ মাসিক আয়ে তাক লাগাচ্ছেন এলাকায়

Last Updated:

South 24 Parganas Dragon Fruit: গৃহবধূর একক প্রচেষ্টায় ড্রাগনের দৌড় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। রায়দিঘির পূর্ব শ্রীধরপুরের বাসিন্দা গঙ্গা মন্ডল ড্রাগন চাষ‌ করে চমকে দিয়েছেন সকলকে। ড্রাগন চাষ করে তাঁর মাসে ইনকাম ২৫-৩০ হাজার টাকা।

+
ড্রাগন

ড্রাগন ফল চাষ

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: গৃহবধূর একক প্রচেষ্টায় ড্রাগনের দৌড় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। রায়দিঘির পূর্ব শ্রীধরপুরের বাসিন্দা গঙ্গা মণ্ডল ড্রাগন চাষ‌ করে চমকে দিয়েছেন সকলকে। ড্রাগন চাষ করে তাঁর মাসে ইনকাম ২৫-৩০ হাজার টাকা।
শুরুটা হয়েছিল একদম সাধারণ ভাবে। গঙ্গাদেবীর স্বামী কলকাতায় একটি শপিং মলে কাজ করতেন। সেখান থেকে বাড়ির জন্য মাঝে মধ্যে ড্রাগন ফল কিনে আনতেন। এই ড্রাগন ফল দেখে বাড়িতে প্রথম এই গাছের চারা লাগান তাঁরা। কিন্তু প্রথমে ফল হয়নি। দু’বছর পর প্রথম ফল ধরে। এরপর ধীরে ধীরে আরও গাছ লাগিয়ে এখন তাঁরা ড্রাগন ফল কলকাতায় পাঠান। বেশ কিছু কর্মচারীও লাগিয়েছেন তিনি।
advertisement
advertisement
গ্রামের অন্যান্য বাসিন্দারা যারা এই ফল চাষ করতে উৎসাহী হচ্ছেন তাঁদের চারাগাছ দেওয়া থেকে সব করছেন তাঁরা। এভাবেই সুন্দরবনের প্রত্যন্ত এক এলাকায় খুলে ফেলেছেন ড্রাগনের সাম্রাজ্য। প্রায় পাঁচ ফুট অন্তর একটি করে সিমেন্টের ছোট পিলার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সেই পিলারের উপর লাগানো হয়েছে লোহার রডের মাধ্যমে সাইকেলের টায়ার। এভাবেই চলছে চাষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ফল পাইকারি বাজারে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। গড়ে ১৪০ টাকা কেজি প্রতি বিক্রি হয় কলকাতার বাজারে। খুচরো বাজার ও স্থানীয় বাজারে এই ফল বিক্রি করলে আরও লাভ পাওয়া যায়। নেহাত শখ থেকে এই ফল বিক্রি করে এখন লাভ করছেন অনেকেই। এই প্রত্যন্ত এলাকায় এই ব্যবসার পথ দেখিয়ে গঙ্গা দেবী এখন রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dragon Fruit: ফল তো নয়, যেন সোনা! সঠিক পদ্ধতিতে ড্রাগন চাষ, রায়দিঘির গৃহবধূ মাসিক আয়ে তাক লাগাচ্ছেন এলাকায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement