Sourav Ganguly : 'মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই', সৌরভের সেই সাক্ষাৎকার! সেদিন আর কী বলেছিলেন 'দাদা', বিতর্কের মাঝে জেনে রাখুন

Last Updated:
Sourav Ganguly : মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই, সেটা সৌরভ সেদিন কথা প্রসঙ্গে বলেছিলেন ঠিকই। একটি আলোচনা সভায় এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ের মেরিন ড্রাইভে হয়েছিল সেটি।
1/7
ক্রিকেটার ছিলেন, ক্রিকেটার গড়েছেন। তবে এখন প্রশ্ন উঠেছে, ভারতীয় ক্রিকেট ও ভারতের মহিলা ক্রিকেটের প্রতি তাঁর অবদান কী! সোশ্যাল মিডিয়ায় এখন কিছু মানুষ প্রায়ই ট্রোল করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বাঙালির আইডল। তবুও এসব বিতর্ক, সমালোচনা এড়িয়ে চলেন। আর তাঁর হয়ে রেকর্ড বলে, তিনি আসলে কী করেছেন ভারতীয় ক্রিকেটের জন্য!
ক্রিকেটার ছিলেন, ক্রিকেটার গড়েছেন। তবে এখন প্রশ্ন উঠেছে, ভারতীয় ক্রিকেট ও ভারতের মহিলা ক্রিকেটের প্রতি তাঁর অবদান কী! সোশ্যাল মিডিয়ায় এখন কিছু মানুষ প্রায়ই ট্রোল করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বাঙালির আইডল। তবুও এসব বিতর্ক, সমালোচনা এড়িয়ে চলেন। আর তাঁর হয়ে রেকর্ড বলে, তিনি আসলে কী করেছেন ভারতীয় ক্রিকেটের জন্য!
advertisement
2/7
২০১২ সালে এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সৌরভের সাক্ষাৎকারের একটি অংশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সৌরভ সেখানে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই। তবে সেই সাক্ষাৎকারে এই কথার আগে ও পরে সৌরভ কী কী বলেছিলেন, তা নিয়ে ভিডিও ভাইরাল নয়।
২০১৩ সালে এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সৌরভের সাক্ষাৎকারের একটি অংশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সৌরভ সেখানে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই। তবে সেই সাক্ষাৎকারে এই কথার আগে ও পরে সৌরভ কী কী বলেছিলেন, তা নিয়ে ভিডিও ভাইরাল নয়।
advertisement
3/7
মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই, সেটা সৌরভ সেদিন কথা প্রসঙ্গে বলেছিলেন ঠিকই। একটি আলোচনা সভায় এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ের মেরিন ড্রাইভে হয়েছিল সেটি। তখন সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সচিন তেন্ডুলকর।
মেয়েদের ক্রিকেট খেলার দরকার নেই, সেটা সৌরভ সেদিন কথা প্রসঙ্গে বলেছিলেন ঠিকই। একটি আলোচনা সভায় এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ের মেরিন ড্রাইভে হয়েছিল সেটি। তখন সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সচিন তেন্ডুলকর।
advertisement
4/7
ওই অনুষ্ঠানে টিম ইন্ডিয়ায় স্টার কিডদের উপর সমর্থকদের প্রত্যাশা এবং অযাচিত চাপ নিয়ে আলোচনা চলছিল। কথা হচ্ছিল অর্জুন তেন্ডুলকর ও সানা গঙ্গোপাধ্যায়কে নিয়েও। সেদিনের সেই আলোচনা সভায় সৌরভ ঠিক কী মন্তব্য করেছিলেন? সৌরভ যা বলেছিলেন তার আগে এবং পরে প্রেক্ষাপট কেমন ছিল? জেনে নেওয়া যাক।
ওই অনুষ্ঠানে টিম ইন্ডিয়ায় স্টার কিডদের উপর সমর্থকদের প্রত্যাশা এবং অযাচিত চাপ নিয়ে আলোচনা চলছিল। কথা হচ্ছিল অর্জুন তেন্ডুলকর ও সানা গঙ্গোপাধ্যায়কে নিয়েও। সেদিনের সেই আলোচনা সভায় সৌরভ ঠিক কী মন্তব্য করেছিলেন? সৌরভ যা বলেছিলেন তার আগে এবং পরে প্রেক্ষাপট কেমন ছিল? জেনে নেওয়া যাক।
advertisement
5/7
২০১৩ সালের ১৩ নভেম্বর। সেদিনই হয়েছিল অনুষ্ঠান। সচিন তেন্ডুলকরের অবসর পর ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম ছিল 'মাস্টার ম্য়াজিক'। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন শান্তনু মৈত্র, শান, অভিজিৎ ভট্টাচার্য, আশীষ বিদ্যার্থীর মতো অনেকে। সেদিন সঞ্চালক সৌরভকে প্রশ্ন করেছিলেন, 'গত রবিবার অর্জুন তেন্ডুলকর ১ রানে আউট হয়। সমস্ত কাগজে খবর হয়েছে। কতটা চাপ থাকে স্টার কিডদের উপর? আপনার মেয়ে সানা যদি কোনওদিন বলে যে ও ক্রিকেট খেলতে চায়, আপনার প্রতিক্রিয়া কী হবে?'
২০১৩ সালের ১৩ নভেম্বর। সেদিনই হয়েছিল অনুষ্ঠান। সচিন তেন্ডুলকরের অবসর পর ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম ছিল 'মাস্টার ম্য়াজিক'। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন শান্তনু মৈত্র, শান, অভিজিৎ ভট্টাচার্য, আশীষ বিদ্যার্থীর মতো অনেকে। সেদিন সঞ্চালক সৌরভকে প্রশ্ন করেছিলেন, 'গত রবিবার অর্জুন তেন্ডুলকর ১ রানে আউট হয়। সমস্ত কাগজে খবর হয়েছে। কতটা চাপ থাকে স্টার কিডদের উপর? আপনার মেয়ে সানা যদি কোনওদিন বলে যে ও ক্রিকেট খেলতে চায়, আপনার প্রতিক্রিয়া কী হবে?'
advertisement
6/7
তখন সৌরভ হাসতে হাসতে বলেছিলেন, 'আমি ওকে আগে বারণ করব। কারণ মেয়েদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই।' সৌরভ আরও বলেন, এমন চাপ কিছুদিন অবশ্য়ই থাকবে। আগে সচিন তেন্ডুলকরের একটা লেখা পড়েছিলাম।  ও নিজেও বেশ কয়েকবার বলেছে, অর্জুনকে একা ছেড়ে দেওয়া হয়। ওর উপর সচিন তেন্ডুলকরের ছায়া রয়েছে। তাই স্বাভাবিকভাবেই ওকে অনেক সমস্যা সামলাতে হবে। অর্জুনকে মুম্বই অনূর্ধ্ব-১৪ দলে সিলেক্ট করা হয়েছিল। তখন অন্য একজন ক্রিকেটারের মা এসে অভিযোগ করেন, অর্জুনকে দলে নেওয়ার জন্য তাঁর ছেলেকে নেওয়া হয়নি। সচিনের ছেলে বলেই অর্জুনকে দলে নেওয়া হয়েছে।
তখন সৌরভ হাসতে হাসতে বলেছিলেন, 'আমি ওকে আগে বারণ করব। কারণ মেয়েদের ক্রিকেট খেলার কোনও দরকার নেই।' সৌরভ আরও বলেন, এমন চাপ কিছুদিন অবশ্য়ই থাকবে। আগে সচিন তেন্ডুলকরের একটা লেখা পড়েছিলাম। ও নিজেও বেশ কয়েকবার বলেছে, অর্জুনকে একা ছেড়ে দেওয়া হয়। ওর উপর সচিন তেন্ডুলকরের ছায়া রয়েছে। তাই স্বাভাবিকভাবেই ওকে অনেক সমস্যা সামলাতে হবে। অর্জুনকে মুম্বই অনূর্ধ্ব-১৪ দলে সিলেক্ট করা হয়েছিল। তখন অন্য একজন ক্রিকেটারের মা এসে অভিযোগ করেন, অর্জুনকে দলে নেওয়ার জন্য তাঁর ছেলেকে নেওয়া হয়নি। সচিনের ছেলে বলেই অর্জুনকে দলে নেওয়া হয়েছে।
advertisement
7/7
সেদিন অনুষ্ঠানের একেবারে শেষে সঞ্চালক ফের সানার প্রসঙ্গ তোলেন। সৌরভ বলেন, 'সানার মধ্যে আপাতত ক্রিকেটার হওয়ার ইচ্ছে নেই। যতদিন আমি টেস্ট ম্য়াচ খেলেছি, ততদিন ওর আগ্রহই ছিল না। তবে IPL দেখতে যেত। এখন তো আমিও আর আইপিএল খেলি না। তাই IPL-এর উপর থেকেও ক্রমশ আগ্রহ হারাচ্ছে ও। সবথেকে বড় কথা, একটা মেয়ে এবং ছেলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। দুজনের আগ্রহও আলাদা। ও নাচ শিখতে ভালবাসে। এখন অনেক কিছু করে। শেষপর্যন্ত কোনটা করবে ও, আমার পক্ষে বলা মুশকিল।'
সেদিন অনুষ্ঠানের একেবারে শেষে সঞ্চালক ফের সানার প্রসঙ্গ তোলেন। সৌরভ বলেন, 'সানার মধ্যে আপাতত ক্রিকেটার হওয়ার ইচ্ছে নেই। যতদিন আমি টেস্ট ম্য়াচ খেলেছি, ততদিন ওর আগ্রহই ছিল না। তবে IPL দেখতে যেত। এখন তো আমিও আর আইপিএল খেলি না। তাই IPL-এর উপর থেকেও ক্রমশ আগ্রহ হারাচ্ছে ও। সবথেকে বড় কথা, একটা মেয়ে এবং ছেলের মধ্যে অনেক তফাৎ রয়েছে। দুজনের আগ্রহও আলাদা। ও নাচ শিখতে ভালবাসে। এখন অনেক কিছু করে। শেষপর্যন্ত কোনটা করবে ও, আমার পক্ষে বলা মুশকিল।'
advertisement
advertisement
advertisement