Jalpaiguri News: জঙ্গলঘেঁষা চা বাগানে লেপার্ড আতঙ্ক! ড্রোন উড়িয়ে প্যান্থারের গতিবিধিতে নজরদারি চালাচ্ছে বনদফতর
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়ির জঙ্গল সংলগ্ন চা বাগান এলাকাগুলিতে বাড়ছে লেপার্ডের আনাগোনা। যা রুখতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিল বন দফতর। লেপার্ডের গতিবিধি নজরে রাখতে উড়বে ড্রোন।
জঙ্গল সংলগ্ন চা বাগান এলাকাগুলিতে বিগত দিনে বেড়েছে লেপার্ডের আনাগোনা। ঘটেছে নানান অপ্রীতিকর ঘটনা। এবার সেই সব রুখতে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নিল বনদফতর। নজরদারির আওতায় লেপার্ডকে আনতে উড়বে ড্রোন। জলপাইগুড়ির কলাবাড়ি চা বাগানে গত বুধবার সন্ধ্যায় লেপার্ড হামলায় এক শিশু আহত হওয়ার ঘটনার পর থেকেই এলাকায় জারি হয়েছে বাড়তি সতর্কতা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
advertisement
সম্প্রতি সুন্দরবনের আদলে পরীক্ষামূলকভাবে নেটের ফেন্সিং বেড়া বসানো হয়েছিল জঙ্গল লাগোয়া এলাকাগুলোতে। এবার এলাকাগুলোর চারপাশে উঁচু বাঁশের বেড়া বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে জঙ্গল থেকে লোকালয়ে বন্যপ্রাণীর ঢুকে পড়া রোখা যায়। পাশাপাশি, লেপার্ড কোন পথ ধরে চা বাগান পেরিয়ে লোকালয়ে ঢুকছে তা নির্দিষ্ট করে চিহ্নিত করতেই মূলত এই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
advertisement
ড্রোনে তোলা একটি ছবিতে একটি পাহাড়ি ঝোরা এবং একটি জঙ্গল পথ নির্দিষ্ট করা হয়েছে। প্রাথমিক অনুমান, সম্ভবত এই পথ দিয়েই লেপার্ড লোকালয়ে ঢুকছে। ড্রোন নজরদারি তো রয়েছে এছাড়াও বনকর্মীরা পায়ে হেঁটে এলাকা টহল দেন এবং পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। গরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, “জঙ্গল লাগোয়া চা বাগান লোকালয়ে লেপার্ডের সম্ভাব্য প্রবেশপথগুলিতে কড়া নজর রাখা হচ্ছে। চা বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে সচেতনতামূলক প্রচারও চালানো হয়েছে।”
advertisement







