Exclusive Messi and SRK Together: মেসিকে দেখতে ইতিমধ্যেই হাউসফুল যুবভারতী, এবার ডবল ধামাকায় সঙ্গী হবেন শাহরুখ, ক্রিসমাসের কলকাতায় তাপমাত্রা বাড়বে তরতর করে
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
Exclusive Messi and SRK Together: ক্রীড়া দুনিয়ার সেরা তারকার সঙ্গে এবার কম্বো অফারে বিনোদন দুনিয়ার বাদশা, কলকাতা সুপারহিট
কলকাতা: একাই একশো। মেসিকে দেখতে ইতিমধ্যেই হাউসফুল যুবভারতী। টিকিটের দামে নো পরোয়া! রক থেকে রাজপথ, আলোচনায় মেসির কলকাতা সফর। এবার তার সঙ্গে জুড়ে যাচ্ছেন বলিউডের বাদশা। ১৩ ডিসেম্বর যুবভারতীর গোট শো তে থাকার বিষয়ে শর্ত সাপেক্ষে প্রাথমিক সম্মতি মিলেছে কিং খানের। শাহরুখের টিমের সঙ্গে আয়োজকদের আলোচনা ইতিবাচক।
১৩ ডিসেম্বর কলকাতায় লিওনেল মেসির সময়সূচি জানতে চেয়ে মেইল করা হয়েছে শাহরুখের টিমের পক্ষ থেকে। এখনো অবধি যা ঠিক আছে যুবভারতীতে ১ ঘন্টা ১০ মিনিটের মতো থাকবেন মেসি। মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার লেজেন্ড ম্যাচ শেষ হওয়ার পর মাঠে নামবেন বিশ্বজয়ী। দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারার পর সময় কাটাবেন খুদে ফুটবলারদের সঙ্গে। এরই মাঝে থাকবে শাহরুখ ও লিও মেসির সাক্ষাৎ পর্ব। হুড খোলা জিপে যুবভারতী ঘুরবেন ভিন্ন পেশার দুই জায়েন্ট ক্রাউড পুলার।
advertisement

advertisement
এবার যুবভারতীতে মেসির সঙ্গে শাহরুখ খানও
গোট কনসার্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত বলছিলেন,”মেসির ভক্ত আমি। আর ডিডিএলজে দেখে প্রেমে পড়ে ছিলাম শাহরুখ খানের। দুই মহাতারকাকে এক মঞ্চে আনাটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাই ১৩ ডিসেম্বর যুবভারতীতে পূরণ হবে। শাহরুখকে মুম্বাইতে আমন্ত্রণ জানাতেই পারতাম! কিন্তু নিজের শহর কলকাতাকে বঞ্চিত করতে চাইনি! বলতে পারেন শহরবাসীর জন্য এটা রিষড়ার ছেলের ক্রিসমাস গিফট!”
advertisement
পেলে থেকে মারাদোনা। কাফু থেকে রোনাল্ডিনহো। বিশ্বের তাবড় তারকাকে কলকাতায় এনেছেন শতদ্রু। রিষড়ার রনির এবার মিশন মেসি। নাওয়া-খাওয়া ভুলে আজ মুম্বই, কাল হায়দরাবাদ ছুটে বেড়াচ্ছেন বাংলার এই ক্রীড়া উদ্যোগপতি।
advertisement
মেসির মতো কিংবদন্তীকে রাজি করালেন কি করে! সেটাও বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে! শতদ্রু বলছিলেন,”লেকটাউন শ্রীভূমিতে মারাদোনার মূর্তি দেখিয়ে ছিলাম মেসির বাবাকে! নরেন্দ্রপুরের পুজোয় মেসির স্ট্যাচুও মন কেড়েছিল বিশ্বজয়ীর। আর তাতেই বাজিমাত বাঙালির।” মেসির কথা বলতে বলতেই মোবাইল বেজে ওঠে শতদ্রু দত্তের। মুম্বাই থেকে মিস পুজার ফোন। কথা সেরেই শতদ্রুর চিৎকার ইউরেকা!
advertisement
Paradip Ghosh
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 7:18 PM IST

