Pranati Nayak : জিমন্যাস্টিকের ফাইনালে বাংলার প্রণতি! সোমবার নামছেন সোনা জয়ের লড়াইয়ে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Pranati Nayak qualifies for vault final at Birmingham Commonwealth games. জিমন্যাস্টিকের ফাইনালে বাংলার প্রণতি! সোমবার নামছেন সোনা জয়ের লড়াইয়ে
#লন্ডন: টোকিও অলিম্পিকের আর্টাস্টিক জিমন্যাস্টিকস ইভেন্টের অলরাউন্ডার ফাইনালে জায়গা করতে ব্যর্থ হয়েছিলেন ভারতের একাকী জিমন্যাস্ট বাংলার মেয়ে প্রণতি নায়ক। পশ্চিম মেদিনীপুরের প্রণতি ইতিমধ্যেই নিজের প্রতিভা জাহির করেছেন বিশ্ব দরবারে। ২০১৭ সাল পর্যন্ত তার বাবা ছিলেন বাস ড্রাইভার। অভাব ও বেশ কষ্টের মধ্যেই দিন কেটেছে পশ্চিম মেদিনীপুরের জিমন্যাস্টের।
এক সময় মুরি খেয়ে দিন কাটতো তাঁর। মুরি খেয়েই প্র্যাকটিস চালিয়ে যেতেন তিনি। তবে সেখান থেকেও নিজেকে তৈরি করে এনেছেন এই প্রতিভা। মিনারা বেগমের তত্ত্বাবধানে নিজের ট্রেনিং করতেন ঝাড়গ্রামের পিংলার প্রণতি নায়েক। তবে এবার কমনওয়েলথ গেমসে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছেন প্রণতি । বার্মিংহ্যাম থেকে পদক আনার স্বপ্ন দেখাচ্ছেন মেদিনীপুরের তনয়া।
advertisement
advertisement
গেমসে জিমন্যাস্টিক্সের ভল্টের ফাইনালে পৌঁছে গিয়েছেন প্রণতি। বাংলার তনয়া ভল্টে ১৩.৬০০ পয়েন্ট পান। দ্বিতীয় ভল্টে ১২.৯৫০ পয়েন্ট পান। গড় ১৩.২৭৫ পয়েন্ট করে ফাইনালে উঠেছেন। ভল্ট বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলার এই জিমন্যাস্ট। স্কটল্যান্ডের শ্যানন আর্চার ১৩.৫০০ গড়ে শীর্ষে থেকে ফাইনালে ওঠেন।
CWG: Gymnastics: 👉 Pranati Nayak has qualified for the Vault Final after finishing 3rd in the Qualification (13.275 pts). 👉 Ruthuja Nataraj has qualified for All-around Final after finishing 16th in Qualification (46.250 pts). #CWG2022 #CWG2022India pic.twitter.com/HVROlnohGn
— India_AllSports (@India_AllSports) July 31, 2022
advertisement
এই ইভেন্টে প্রথম আট জন পরের রাউন্ডে উঠেছেন। প্রণতি বাদ দিয়ে তাই ভারতের বাকি জিমন্যাস্টরা জায়গা করে নিতে পারেননি চূড়ান্ত পর্বে। সতীর্থ প্রতিষ্ঠা সামান্তা দশ নম্বরে শেষ করেছেন। প্রণতি চারটি ইভেন্ট মিলিয়ে ৪৩.৫০০ পয়েন্ট পেয়েছেন।
প্রতিষ্ঠা সামান্তা শুধুমাত্র ভল্টে অংশগ্রহণ করেন। মহিলাদের ক্যাটাগরিতে ভারতের ত্রয়ী প্রণতি নায়েক, প্রতিষ্ঠা সামান্তা ও রুথুজা নটরাজ মোট ১০২.৬৫০ পয়েন্ট তোলেন। কমনওয়েলথে পদকের অন্যতম দাবিদার প্রণতি। সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নশিপের থেকে কমনওয়েলথ কঠিন। তবে প্রণতি বেশি পরিচিত ডবল ব্যাক স্যাল্টোর জন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 8:26 PM IST