Virat Kohli in IPL: আবার অধিনায়ক হবেন বিরাট? আরসিবির মরণবাঁচন ম্যাচের আগে হঠাৎ জল্পনা শুরু

Last Updated:

Virat Kohli in IPL: ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের মন্তব্য থেকেই শুরু হয়েছে জল্পনা। হরভজন বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে উপদেশ দিয়েছেন যে আগামী মরসুমে আরসিবির অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে ফিরিয়ে আনার।

বিরাট কোহলি।
বিরাট কোহলি।
ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের মন্তব্য থেকেই শুরু হয়েছে জল্পনা। হরভজন বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে উপদেশ দিয়েছেন যে আগামী মরসুমে আরসিবির অধিনায়ক হিসাবে বিরাট কোহলিকে ফিরিয়ে আনার। ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে আরসিবি বিরাট কোহলিকে রেখে দেবে এটা প্রায় নিশ্চিত। তাই অন্যান্য খেলোয়ারদের থেকে বিরাট কোহলিই ভাল পছন্দ হতে পারেন বলে মনে করেছে হরভজন।
হরভজন এ স্টার স্পোর্টসকে বলেন, আরসিবি যদি প্লে-অফে উঠতে না পারে তাহলে কোনও ভারতীয়কে দায়িত্ব দেওয়া উচিত। বিরাট কোহলিই বা নয় কেন! চেন্নাইতে দেখুন ধোনির গুরুত্ব অনেক, তেমন বিরাটও অনেক বড় নেতা, ও জানে আরসিবির কী ভাবে খেলা উচিত। সেই সঙ্গে আরও বলেন, আরসিবি এখনও আক্রমণাত্মক ক্রিকেট খেলছে, ঠিক যেটা বিরাট কোহলি চায়। আমার তো মনে হয় বিরাট কোহলিকে পরের বছর অধিনায়ক করা উচিত।
advertisement
advertisement
advertisement
২০২১ সালে অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি, তাঁর অধিনায়কত্বে ২০১৬ সালে ফাইনালে পৌঁছয় আরসিবি। চলতি বছরেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কোহলি, অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন বিরাট। ১৩টি ম্যাচে ৬৬১ রান করেছেন কোহলি, সর্বোচ্চ রান অপরাজিত ১১৩।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli in IPL: আবার অধিনায়ক হবেন বিরাট? আরসিবির মরণবাঁচন ম্যাচের আগে হঠাৎ জল্পনা শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement