Bharat Gaurav train: এনজেপি থেকে ছাড়বে ট্রেন, এক ট্রেনেই ঘোরা যাবে বৈষ্ণো দেবী, হরিদ্বার থেকে মথুরা, বৃন্দাবন, অযোধ্যা- খরচ কত?

Last Updated:

Bharat Gaurav train: ভারত গৌরব স্পেশাল ১৮ মে এনজেপি থেকে ছেড়ে ছাড়বে, পটনা পৌঁছবে ১৯ তারিখ। ট্রেনে থাকবে এসি এবং স্লিপার ক্লাস, ঘোরা যাবে বৌষ্ণো দেবী, হরিদ্ধার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা।

ভারত গৌরব ট্রেন।
ভারত গৌরব ট্রেন।
নিউ জলপাইগুড়ি: রাজ্য থেকে যাত্রা শুরু করবে বিশেষ ট্রেন, ঘোরা যাবে উত্তর ভারত। ট্রেনে থাকবে এসি এবং স্লিপার ক্লাস, ঘোরা যাবে বৌষ্ণো দেবী, হরিদ্ধার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা। যাত্রা শুরু হবে নিজ জলপাইগুড়ি থেকে। তবে ট্রেনের যাত্রা পথে পড়বে মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর-সহ একাধিক স্টেশন।
ভারত গৌরব স্পেশাল ১৮ মে এনজেপি থেকে ছেড়ে ছাড়বে, পটনা পৌঁছবে ১৯ তারিখ। ৮ রাত ৯ দিনের সম্পূর্ণ প্যাকেজে থাকছে বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা। ২০ এবং ২১ মে ট্রেনটি দাঁড়াবে বৈষ্ণো দেবী কাটরা স্টেশনে, ২২ এবং ২৩ মে এই ট্রেন থামবে হরিদ্বারে। সেখান থেকে ছেড়ে ২৪ মে থামবে মথুরা এবং ২৫ মে পোঁছবে অযোধ্যায়। অযোধ্যা থেকে ছেড়ে ২৬ তারিখ ট্রেনটি থামবে পটনায়। তার পর থেকে এনজেপি পর্যন্ত যাত্রীরা তাদের পছন্দ মতো স্টেশনে নেমে যেতে পারবেন।
advertisement
সম্পূর্ণ যাত্রাপথের জন্য খরচ হবে এসির জন্য ২৯,৫০০ টাকা এবং ইকোনমি বা স্লিপার ক্লাসের জন্য খরচ ১৭৯০০ টাকা। একটি ট্রেনেই সম্পূর্ণ উত্তর ভারত ঘোরার সুবিধা পাওয়া যাবে বলে এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bharat Gaurav train: এনজেপি থেকে ছাড়বে ট্রেন, এক ট্রেনেই ঘোরা যাবে বৈষ্ণো দেবী, হরিদ্বার থেকে মথুরা, বৃন্দাবন, অযোধ্যা- খরচ কত?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement