Virat Kohli Returns Home: কলকাতা থেকে তড়িঘড়ি বাড়ি ফিরলেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?
- Published by:Suman Majumder
Last Updated:
Virat Kohli Leaves Kolkata: ইডেনে হাফ-সেঞ্চুরি করলেন কোহলি। তার পরই ছুটি নিয়ে চললেন বাড়ির পথে। আবার কি দলে কোনও সমস্যা!
#কলকাতা: কলকাতা ছেড়ে চলে গেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের মাঝেই শহর ছাড়লেন প্রাক্তন অধিনায়ক। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলবেন না কোহলি।
কেন আচমকা সিরিজের মাঝপথে জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেলেন বিরাট? প্রাক্তন অধিনায়ককে নিয়ে কি টিমে ফের কোনও সমস্যা? ভারতীয় ড্রেসিংরুমে কি নতুন বিতর্ক? ভারতীয় বোর্ড সূত্রে খবর, এর মধ্যে কোনও বিতর্ক নেই। বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়েই শেষ ম্যাচে খেলছেন না কোহলি।
ছুটি নিয়ে কলকাতা থেকে মুম্বাই চলে গিয়েছেন বিরাট। শনিবার সকালের বিমানে কলকাতা ছাড়েন কোহলি। ইতিমধ্যেই একদিনের পর টি-টোয়েন্টি সিরিজও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে নিয়েছে ভারত। রবিবার নিয়ম-রক্ষার ম্যাচ। সেই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন কোচ রাহুল দ্রাবিড়।
advertisement
advertisement
আরও পড়ুন- রাতারাতি কোটিপতি অনেকেই,IPL ফ্র্যাঞ্চাইজিগুলি অখ্যাত ক্রিকেটারদের পায় কী করে?
শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না। শেষ ম্যাচে তাঁকে খেলানো হতে পারে বলে টিম সূত্রে খবর। এছাড়াও দু-একটি পরিবর্তন হতে পারে। তাই সেক্ষেত্রে শেষ ম্যাচে বিরাটকে বিশ্রাম দেওয়া হত।
ইতিমধ্যেই বোর্ডের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে খেলবেন না বিরাট। প্রাক্তন অধিনায়ককে ছুটি দেওয়া হয়েছে। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা খেলে চলেছেন কোহলি।
advertisement
সামনেই বিরাটের শততম টেস্ট ম্যাচ। সেই ম্যাচের আগে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে তরতাজা হয়ে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি। মোহালিতে কেরিয়ারে শততম টেস্ট ম্যাচ খেলবেন বিরাট। বিসিসিআই সূত্রের দাবি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলে ফিরে আসবেন বিরাট।
আরও পড়ুন- রনজিতে ক্রিকেটার থেকে মন্ত্রী সকলেই ফ্লপ, বাংলা অলআউট ৮৮-তে
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করে রানে ফিরেছেন কোহলি। টি-টোয়েন্টি ফরম্যাটে ইডেনে ২০১৬ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পর শুক্রবার ফের হাফ সেঞ্চুরি করলেন বিরাট। সাম্প্রতিক সময়ে বিরাটের ব্যাটে বড় রান নেই। তবে ইডেনে রান পাওয়ার পর শততম টেস্টে বিরাট কেমন পারফর্ম করেন, সেদিকে তাকিয়ে সবাই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2022 12:30 PM IST








