Ranji Trophy 2022: লজ্জার ব্যাটিং বাংলার, ক্রিকেটার থেকে মন্ত্রী সকলেই ফ্লপ, অলআউট ৮৮-তে

Last Updated:

Ranji Trophy 2022: ওড়িশার বারবাটিতে বরোদার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ৷ শুক্রবার বাংলা (Bengal Cricekt Team) প্রথম ইনিংসে অল আউট হল মাত্র ৮৮ রানে৷

Ranji Trophy 2022: Bengal all out for 88 against Baroda- Photo-Collected
Ranji Trophy 2022: Bengal all out for 88 against Baroda- Photo-Collected
#কটক: রনজি ট্রফিতে (Ranji Trophy) ফের হতশ্রী বাংলা দল৷ বাংলা বনাম বরোদা (Bengal vs Baroda) ম্যাচে বৃহস্পতিবার শুরুটা ভালই করেছিল বাংলা ক্রিকেট দল (Bengal Cricket Team)। কিন্তু রাত পোহাতেই ফের জঘন্য অভিমন্যু ইশ্বরণের বাংলা দল৷  ওড়িশার বারবাটিতে বরোদার বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ৷ শুক্রবার বাংলা (Bengal Cricekt Team)   প্রথম ইনিংসে অল আউট হল মাত্র ৮৮ রানে৷
বাংলা বনাম বরোদা (Bengal vs Baroda) রনজি ট্রফি ২০২২ (Ranji Trophy 2022) প্রথম দিন ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপদের দাপটে বরোদাকে (Baroda) ১৮১ রানে আটকে দিয়েছিল বাংলা দল ( Bengal Cricekt Team) ৷  বরোদার ১৮১ -র জবাবে ব্যাট করতে নেমে বাংলা ক্রিকেট দল মাত্র ৮৮ রানে অলআউট হয়ে যায়৷ বাংলা দলের হয়ে সুদীপ কুমার ঘরামি এবং অভিষেক পোরেল সর্বাধিক ২১ করে রান করেন৷ বাকি সকলেই এর চেয়ে কম রান করেন৷ শাহবাজ ২০ রান করে তৃতীয় সর্বাধিক রান করেন৷
advertisement
ফ্লপের তালিকায় মন্ত্রী থেকে অধিনায়ক সকলেই৷ দিন কয়েক আগেই মন্ত্রী মনোজ তিওয়ারির রনজি ট্রফিতে বাংলা দলের হয়ে খেলা নিয়ে জোর কথা হচ্ছিল কিন্তু রনজি ট্রফিতে প্রথম ম্যাচেই ব্যর্থ সেই মনোজ তিওয়ারি৷ তিনি ০ রানে আউট হন৷ বরোদার অতীত শেঠ, লুকমান মেরিওয়ালাদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়া বাংলা দলের ইনিংস। ৯৩ রানের লিড নিয়ে ব্য়াট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে বরোদার দ্বিতীয় ইনিংসের স্কোর ১৪৪ রানে ৫ উইকেট। বরোদার লিড ২৩৭ রানের৷ হাতে এখনও ৫ উইকেট রয়েছে৷
advertisement
advertisement
বাংলা বনাম বরোদা দ্বিতীয় দিনটা বাংলা শুরু করেছিল  ২৪ রানে ১ উইকেট থেকে কিন্তু লাঞ্চের মধ্যেই গুটিয়ে যায় বাংলা। দলের ৫ জন ব্য়াটসম্যান আউট ০ রানে৷  খাতা খুলতে পারেননি।
advertisement
প্রথম ইনিংসে বল হাতে সাফল্যের পর এবার ইশান পোরেল দ্বিতীয় ইনিংসেও সফল , তিনি নিয়েছেন ২ উইকেট৷
বাংলার হাতে এখনও ২ দিন সময় রয়েছে৷ ফলে তৃতীয় দিনের শুরুতে বাংলার লক্ষ্য হবে বরোদাকে দ্রুত প্যাকআপ করে দেওয়া৷ তারপর ধীরেসুস্থে উইকেটে টিকে থেকে ব্যাটিং করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy 2022: লজ্জার ব্যাটিং বাংলার, ক্রিকেটার থেকে মন্ত্রী সকলেই ফ্লপ, অলআউট ৮৮-তে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement