Rishabh Pant: এক হাতে ছক্কা হাঁকালেন পন্থ, দেখুন ভাইরাল ভিডিও, টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ জয় ভারতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rishabh Pant: টি টোয়েন্টিতে ১০০তম ম্যাচ জয় ভারতের, ওয়েস্টইন্ডিজ বোলার জেসন হোল্ডারকে ওভার মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন (Rishabh Pant Six) ঋষভ পন্থ৷
#কলকাতা : ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে (T20) ভারতীয় ক্রিকেট দল জিতল ৮ রানে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে জিতে ভারত শুধু ম্যাচই নয় সিরিজও ২-০ জিতে গেল৷ এদিনের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ (Rishabh Pant)৷ ইশান কিষাণ ও রোহিত শর্মা দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও , বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করেন ঋষভ পন্থ (Rishabh Pant)৷ এরপর কোহলি অর্ধশতরান করে ফিরে গেলেও পন্থ ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে জুটি বেঁধে কামাল করেন৷
তিনি নিজে মাত্র ২৮ বলে ৫২ রান করেন৷ তাঁর ঝোড়ো ইনিংস সাজানো ৭টি চার ও একটি ছয় দিয়ে৷ এদিন ভেঙ্কটেশ আইয়ার করেন ৩৩ রান৷ টি টোয়েন্টি ম্যাচে বেশ কিছু দিন ধরে নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না ঋষভ পন্থ, তাই এদিন তাঁর ঝাক্কাস ফর্মে ফেরায় খুশি তাঁর ফ্যানরা৷
advertisement
advertisement
তবে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হয়ে যায় তাঁর এক হাতে মারা হেলিকপ্টার শট৷ দেখে নিন ঋষভ পন্থের এক হাতে মারা হেলিকপ্টার শটের (Rishabh Pant Helicopter shot) ভাইরাল ভিডিও (Viral Video)৷
one hand six supremacy pic.twitter.com/YXemi3PReR
— Aryan Gupta (@aryangupta1912) February 18, 2022
advertisement
এই শটটি তিনি মারেন ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচের ১৮তম ওভারে ৷ ওয়েস্টইন্ডিজ বোলার জেসন হোল্ডারকে ওভার মিড উইকেট দিয়ে বিশাল ছয় মারেন (Rishabh Pant Six) তিনি৷
ICYMI - Into the stands, one-handed - Rishabh Pant's cracking SIX 💥💥
WATCH 📽️📽️https://t.co/WFJG2U1nK6 #INDvWI @Paytm @RishabhPant17 — BCCI (@BCCI) February 18, 2022
advertisement
এদিকে ছয় মারার পাশাপাশি এদিন ওয়েস্টইন্ডিজ ইনিংসেও ঋষভ পন্থকে নিয়ে ট্যুইটারে ট্রেন্ড শুরু হয়েছিল৷ তিনি আম্পায়র বীরেন্দ্র শর্মার একটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন যা স্টাম্প মাইক দিয়ে শোনা যায় ব্যাট কে নিচে সে গেয়ি হ্যায়, ওয়াইড ক্যায়সে হো সাকতা হ্যায়৷
Proper entertainer 🤣🤣
— Aayusha _45 (@ayusha_Rohitian) February 18, 2022
advertisement
Gully Cricket Be Like 😂 @mipaltan
— ROHIT TV™ (@rohittv_45) February 18, 2022
এদিন আসলে ঋষভ পন্থের ট্রেন্ডিং হওয়ার দিন ছিল৷ এদিকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর ঋষভ পন্থ অবশ্য জানান মিডল অর্ডারে ব্যাট করতে স্বচ্ছন্দ হলেও দলের প্রয়োজনে যেখানে দরকার হবে সেখানেই তিনি খেলতে বদ্ধপরিকর৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 11:56 PM IST