Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, রনজি ম্যাচে অভিষেকেই তিনশো রান

Last Updated:

Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, তিনি ৩৮৭ বলে ৩০০ রানের ইনিংস খেলেন যাতে ৫০ টি চার মেরেছেন তিনি৷

Ranji Trophy 2022: bihar's sakibul gani becomes the first cricketer to score a triple hundred on first class debut (Wisden cricket twitter)
Ranji Trophy 2022: bihar's sakibul gani becomes the first cricketer to score a triple hundred on first class debut (Wisden cricket twitter)
#কলকাতা: রনজি ট্রফির (Ranji Trophy) মঞ্চে অসামাণ্য নজির বিহারের (Bihar) ২১ বছরের ক্রিকেটার সাকিবুল গনি (Sakibul Gani)৷ ক্রিকেটের   (Cricket) ইতিহাসে একেবারে বিশ্বরেকর্ড (World Record) করে ফেললেন তরুণ ক্রিকেটার৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে তিনশো রান করেছেন বিহারের এই ক্রিকেটার৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে এর চেয়ে ধামাকাদার শুরু আর কি বা হতে পারত৷ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির (World Record) গড়লেন তিনি৷ পাশাপাশি অভিষেকে রনজি ট্রফিতে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারও হলেন সাকিবুল গনি (Sakibul Gani)৷ ২১ বছরের এই ক্রিকেটার মিজোরামের বিরুদ্ধে কলকাতায় আয়োজিত রনজি ট্রফি ম্যাচে নিজের ত্রিশতরানের ইনিংস খেলেন৷ তিনি ৩৮৭ বলে ৩০০ রানের ইনিংস খেলেন যাতে ৫০ টি চার মেরেছেন তিনি৷
সাকিবুল গনি (Sakibul Gani) আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই সবচেয়ে বড় রানের কৃতিত্ব ছিল মধ্যপ্রদেশের অজয় রোহরার নামে৷ তিনি ২০১৮-১৯ সালের রনজি মরশুমে হায়দরাবাদের বিরুদ্ধে এই রান করেছিলেন৷ তিনি সেই সময় ২৬৭ রান করেছিলেন৷ বিহারের সাকিবুল একেবারে ত্রিশতরান করে ফেললেন৷
advertisement
advertisement
মিজোরামের বিরুদ্ধে রনজি ট্রফির  (Ranji Trophy) প্রথম ম্যাচে বিহার  (Bihar) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু দলের শুরুটা ভাল হয়নি৷ মাত্র ৭১ রানের মধ্যে ৩ উইকেট হারায় বিহার৷ পঞ্চম নম্বরে ব্যাট করতে নামেন সাকিবুল গনি (Sakibul Gani)৷ তিনি কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন৷ তিনি বাবুল কুমারের সঙ্গে জুটি বেঁধে মিজোরাম বোলারদের কার্যত তুলোধনা করেন৷ তিনি একেবারে তিনশো রান করে ফেলেন৷
advertisement
আর ফার্স্টক্লাস ম্যাচে (First Class Cricket) অভিষেকেই ত্রিশতরানের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলেন যা একেবারে বিশ্বরেকর্ড (World Record)৷ এই দুই ক্রিকেটার চতুর্থ উইকেটে ৫০০-র বেশি রান তোলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy: কলকাতার মাঠে বিশ্বরেকর্ড, রনজি ম্যাচে অভিষেকেই তিনশো রান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement