#পশ্চিম মেদিনীপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) জেরে, স্ত্রীকে খুন (Wife Killed) করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে৷ এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital Affair) জেরে, স্ত্রীকে খুন (Wife Killed) করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা সবং থানার দেভোগ অঞ্চলের তেমাথানি লুটুনিয়া এলাকায়।
মৃত ওই গৃহবধূর নাম নীলিমা দাস মাইতি (৩০)। স্বামী সুরজিৎ মাইতি তিনি পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশ বলে জানা গিয়েছে। তিনিই বিবাহ বহির্ভূত সম্পর্কে (Extramarital Affair) জড়িত৷ যদিও তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে৷
আরও পড়ুন - Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! পরপর দু মাসে এক ঝটকায় দাম বাড়ল সার্ফ, গায়ে মাখা ও বাসন মাজা সাবানের
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাত্রে খবর আসে উক্ত এলাকায় ভিলেজ পুলিশ সুরজিৎ মাইতির স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায়। ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়,পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সবং থানার পুলিশ আধিকারিকরা পৌঁছায়। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন - Exclusive: কোভিড অতিমারিতে পরীক্ষা নিয়ে বড় রায় কলকাতা হাইকোর্টের
অন্যদিকে ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, জামাই সুরজিৎয়ের সঙ্গে স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extramarital Affair) ছিল। সেই কারণে প্রায়ই সংসারে অশান্তি লেগে থাকত। এই নিয়েও বেশ কয়েকবার আলোচনা হয়। এই নিয়ে গতকাল সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে উঠে। তারপরই মেয়েকে খুন করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় সবং থানায় ওই গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সবং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ভিলেজ পুলিশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সবং থানার পুলিশ।
Digvijay Mahali
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।