INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের

Last Updated:

লরেন ডাউন এবং কেটি মার্টিনের পার্টনারশিপে ম্যাচ হাতছাড়া হয়ে ভারত বনাম নিউজিল্যান্ড (INDW vs NZW) তৃতীয় একদিনের ম্যাচও৷

Ind Women vs NZ Women: India lost 3rd ODI match and series too- Photo Courtesy- BCCI Women/ Twitter
Ind Women vs NZ Women: India lost 3rd ODI match and series too- Photo Courtesy- BCCI Women/ Twitter
#কুইন্সল্যান্ড: লরেন ডাউন এবং কেটি  মার্টিনের পার্টনারশিপে ম্যাচ হাতছাড়া হয়ে ভারত বনাম নিউজিল্যান্ড (INDW vs NZW) তৃতীয় একদিনের ম্যাচও৷ সপ্তম উইকেটে তাঁরা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিলেন তাঁরা৷ ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জিতল ৩ উইকেটে৷ কুইন্সটাউনে জন ডেভিস ওভালে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলছে৷
ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড মহিলা দলের  (INDW vs NZW)  বিরুদ্ধে সিরিজে ৩-০ এগিয়ে সিরিজ জিতে নিল৷ সামনের মঙ্গলবার চতুর্থ একদিনের ম্যাচ খেলা হবে এই ভ্যেনুতেই৷ এদিনের ম্যাচে ২৮০ রান তাড়া করে জিতল তারা৷ যা মহিলাদের একদিনের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়৷
advertisement
advertisement
২৮০ রান তাড়া করে নিউজিল্যান্ড খারাপ শুরু করেছিল৷ সোফি ডেভাইন (০), সুজি বেটিস (৫) মাত্র ১৪ রানের মধ্যে ফিরে যান৷ অ্যামেলিয়া কের  এবং অ্যামি স্যাটারওয়েট আসেন৷ এরপরেই তাঁর ম্যাচে ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করেন৷
advertisement
তৃতীয় উইকেটে ২৪ তম ওভারে ঝুলন  গোস্বামী স্যাটারওয়েটকে ৫৯ রানে আউট করে দেন৷ তখনও টার্গেট থেকে ১৬৩ রান দূরে ছিলেন৷
স্নেহ রানা অ্যামিলিয়া কেরের উইকেট ৩১ তম ওভারে আউট হন৷ নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৫২ ছিল৷ তখনও আয়োজকরা ১২৮ রান দূরে ছিল৷ রেনুকা সিং নিজের প্রথম উইকেট পান ৩৪ তম ওভারে ম্যাডি গ্রিনকে ফিরিয়ে দেয়৷
advertisement
লরেন ডাউন এবং কেটি  মার্টিনের জুটিতে ফের লড়াইতে ফেরে নিউজিল্যান্ড৷ সপ্তম উইকেটে ৭৬ রান তুলে তারা নিউজিল্যান্ড তখনও ৩৩ রান দূরে ছিল৷ ডাউনের খেলায় ৪৭ তম ওভারে তাদের ২৩ রান দরকার ছিল৷
advertisement
শেষে ডাউন ৬৪ রানে অপরাজিত এবং ম্যাককে ১৭ রানে অপরাজিত ছিলেন৷ নিউজিল্যান্ড ৩-০ সিরিজ জিতে যায়৷
এদিকে এদিন প্রথমে ব্যাট করে দীপ্তি শর্মার অপরাজিত ৬৯ কান , শাব্বিহেনিনি মেঘানার ৬১ রান, শেফালি ভর্মার ৫১ রান ভারতকে ২৭৯ রানের টার্গেট দেয়৷ মিতালি রাজ ২৩ করে আউট হয়ে যান৷
এই ম্যাচেও খারাপ ফর্ম অব্যহত হরমনপ্রীত কউরের৷ তিনি ২২ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ নিউজিল্যান্ডের হান্নাহ রো এবং রোজমেরি মেয়ার ২ টি করে উইকেট নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement