INDW vs NZW: বড় রান করেও শেষরক্ষা হল না, নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ফের হার ঝুলন-মিতালিদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
লরেন ডাউন এবং কেটি মার্টিনের পার্টনারশিপে ম্যাচ হাতছাড়া হয়ে ভারত বনাম নিউজিল্যান্ড (INDW vs NZW) তৃতীয় একদিনের ম্যাচও৷
#কুইন্সল্যান্ড: লরেন ডাউন এবং কেটি মার্টিনের পার্টনারশিপে ম্যাচ হাতছাড়া হয়ে ভারত বনাম নিউজিল্যান্ড (INDW vs NZW) তৃতীয় একদিনের ম্যাচও৷ সপ্তম উইকেটে তাঁরা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিলেন তাঁরা৷ ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জিতল ৩ উইকেটে৷ কুইন্সটাউনে জন ডেভিস ওভালে পাঁচটি একদিনের ম্যাচের সিরিজ খেলছে৷
ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড মহিলা দলের (INDW vs NZW) বিরুদ্ধে সিরিজে ৩-০ এগিয়ে সিরিজ জিতে নিল৷ সামনের মঙ্গলবার চতুর্থ একদিনের ম্যাচ খেলা হবে এই ভ্যেনুতেই৷ এদিনের ম্যাচে ২৮০ রান তাড়া করে জিতল তারা৷ যা মহিলাদের একদিনের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়৷
The game went till the final over but New Zealand managed to seal a win to take a 3-0 lead in the series. #NZWvINDW#TeamIndia will look to bounce back in the next game. 👍 👍
Scorecard ▶️ https://t.co/7LdSBghUrd 📸 📸: @PhotosportNZ pic.twitter.com/VM4DFBxHFB — BCCI Women (@BCCIWomen) February 18, 2022
advertisement
advertisement
২৮০ রান তাড়া করে নিউজিল্যান্ড খারাপ শুরু করেছিল৷ সোফি ডেভাইন (০), সুজি বেটিস (৫) মাত্র ১৪ রানের মধ্যে ফিরে যান৷ অ্যামেলিয়া কের এবং অ্যামি স্যাটারওয়েট আসেন৷ এরপরেই তাঁর ম্যাচে ঘুরে দাঁড়ানোর কাজ শুরু করেন৷
advertisement
তৃতীয় উইকেটে ২৪ তম ওভারে ঝুলন গোস্বামী স্যাটারওয়েটকে ৫৯ রানে আউট করে দেন৷ তখনও টার্গেট থেকে ১৬৩ রান দূরে ছিলেন৷
স্নেহ রানা অ্যামিলিয়া কেরের উইকেট ৩১ তম ওভারে আউট হন৷ নিউজিল্যান্ড ৪ উইকেটে ১৫২ ছিল৷ তখনও আয়োজকরা ১২৮ রান দূরে ছিল৷ রেনুকা সিং নিজের প্রথম উইকেট পান ৩৪ তম ওভারে ম্যাডি গ্রিনকে ফিরিয়ে দেয়৷
advertisement
আরও পড়ুন - Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! পরপর দু মাসে এক ঝটকায় দাম বাড়ল সার্ফ, গায়ে মাখা ও বাসন মাজা সাবানের
লরেন ডাউন এবং কেটি মার্টিনের জুটিতে ফের লড়াইতে ফেরে নিউজিল্যান্ড৷ সপ্তম উইকেটে ৭৬ রান তুলে তারা নিউজিল্যান্ড তখনও ৩৩ রান দূরে ছিল৷ ডাউনের খেলায় ৪৭ তম ওভারে তাদের ২৩ রান দরকার ছিল৷
advertisement
শেষে ডাউন ৬৪ রানে অপরাজিত এবং ম্যাককে ১৭ রানে অপরাজিত ছিলেন৷ নিউজিল্যান্ড ৩-০ সিরিজ জিতে যায়৷
এদিকে এদিন প্রথমে ব্যাট করে দীপ্তি শর্মার অপরাজিত ৬৯ কান , শাব্বিহেনিনি মেঘানার ৬১ রান, শেফালি ভর্মার ৫১ রান ভারতকে ২৭৯ রানের টার্গেট দেয়৷ মিতালি রাজ ২৩ করে আউট হয়ে যান৷
এই ম্যাচেও খারাপ ফর্ম অব্যহত হরমনপ্রীত কউরের৷ তিনি ২২ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ নিউজিল্যান্ডের হান্নাহ রো এবং রোজমেরি মেয়ার ২ টি করে উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 3:25 PM IST