Virat Kohli, Pink Ball test : গোলাপি বলের টেস্টে কিং কোহলির কাছাকাছি নেই অন্য কোনও ভারতীয়! পরিসংখ্যান দেখুন

Last Updated:

Virat Kohli has highest batting average in Pink Ball test among Indians. গোলাপি বলের টেস্টে রান করার বিচারে ভারতীয়দের মধ্যে সেরা বিরাট কোহলি

বেঙ্গালুরুতে ফের কি ব্যাট হাতে রান পাবেন কোহলি? আলোচনা তুঙ্গে
বেঙ্গালুরুতে ফের কি ব্যাট হাতে রান পাবেন কোহলি? আলোচনা তুঙ্গে
এটি ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার তৃতীয় এবং সামগ্রিক চতুর্থ ডে নাইট টেস্ট হবে। ভারত এর আগে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট আয়োজন করেছে। যেখানে বিদেশের মাটিতে একমাত্র পিঙ্ক বল টেস্ট ভারত খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গোলাপি বলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের রেকর্ড নিয়ে কথা বলতে গেলে পিঙ্ক বল টেস্টে বারবার জ্বলে উঠছেন বিরাট কোহলি।
advertisement
advertisement
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। কোহলি এখন পর্যন্ত ৬০.২৫ এর চিত্তাকর্ষক গড় রয়েছে। ৩টি ডে-নাইট টেস্ট খেলে ২৪১ রান করেছেন বিরাট কোহলি। যেখানে ভারতের মাটিতে গোলাপি বলের বিরুদ্ধে কোহলির গড় আরও ভাল। ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টে ৮১.৫০ গড়ে রান করেছেন বিরাট কোহলি।
advertisement
রান মেশিন বিরাট কোহলি তার প্রথম পিঙ্ক বলে টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। সেই সময় রাজা কোহলি ১৯৪ বলে ১৮টি চারের সাহায্যে ১৩৬ রানের ইনিংস খেলেন। কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান ডে নাইট টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। কোহলির পর গোলাপি বলে টেস্টে সর্বোচ্চ স্কোর রোহিত শর্মার। আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬ বলে ৬৬ রান করেছিলেন রোহিত।
advertisement
বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অতীতে দেশের মাটিতে পিঙ্ক বল টেস্টে দুটো ম্যাচই বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে, ইংল্যান্ডের বিরুদ্ধে দশ উইকেটে। ফলে এবার শ্রীলংকার বিপক্ষেও শুধু জয় নয়, জয়ের ব্যবধান কত বড় রাখতে পারবে ভারত সেটাই প্রশ্ন। পাশাপাশি বিরাট কোহলি গোলাপি বলে বহু প্রতীক্ষিত শতরান করতে পারেন কিনা সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli, Pink Ball test : গোলাপি বলের টেস্টে কিং কোহলির কাছাকাছি নেই অন্য কোনও ভারতীয়! পরিসংখ্যান দেখুন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement