#বেঙ্গালুরু: শেষ টেস্ট ম্যাচে মোহালির মাঠে ৪৫ করে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে আর ভারতের ব্যাট করার প্রয়োজন হয়নি। তাই শততম টেস্টে ভাল শুরু করেও ভক্তদের ইচ্ছে পূর্ণ করতে পারেননি বিরাট কোহলি। ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি ১২ মার্চ থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফ্লাড লাইটে গোলাপি বলের মাধ্যমে এই টেস্টটি খেলা হবে।
এটি ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার তৃতীয় এবং সামগ্রিক চতুর্থ ডে নাইট টেস্ট হবে। ভারত এর আগে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট আয়োজন করেছে। যেখানে বিদেশের মাটিতে একমাত্র পিঙ্ক বল টেস্ট ভারত খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গোলাপি বলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের রেকর্ড নিয়ে কথা বলতে গেলে পিঙ্ক বল টেস্টে বারবার জ্বলে উঠছেন বিরাট কোহলি।
ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। কোহলি এখন পর্যন্ত ৬০.২৫ এর চিত্তাকর্ষক গড় রয়েছে। ৩টি ডে-নাইট টেস্ট খেলে ২৪১ রান করেছেন বিরাট কোহলি। যেখানে ভারতের মাটিতে গোলাপি বলের বিরুদ্ধে কোহলির গড় আরও ভাল। ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টে ৮১.৫০ গড়ে রান করেছেন বিরাট কোহলি।
রান মেশিন বিরাট কোহলি তার প্রথম পিঙ্ক বলে টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। সেই সময় রাজা কোহলি ১৯৪ বলে ১৮টি চারের সাহায্যে ১৩৬ রানের ইনিংস খেলেন। কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান ডে নাইট টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। কোহলির পর গোলাপি বলে টেস্টে সর্বোচ্চ স্কোর রোহিত শর্মার। আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬ বলে ৬৬ রান করেছিলেন রোহিত।
বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অতীতে দেশের মাটিতে পিঙ্ক বল টেস্টে দুটো ম্যাচই বিশাল ব্যবধানে জিতেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে, ইংল্যান্ডের বিরুদ্ধে দশ উইকেটে। ফলে এবার শ্রীলংকার বিপক্ষেও শুধু জয় নয়, জয়ের ব্যবধান কত বড় রাখতে পারবে ভারত সেটাই প্রশ্ন। পাশাপাশি বিরাট কোহলি গোলাপি বলে বহু প্রতীক্ষিত শতরান করতে পারেন কিনা সেটাই দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SL, Virat Kohli