Rashid Latif on Ashwin: অশ্বিন সর্বকালের সেরা! রোহিতের সঙ্গে একমত নন প্রাক্তন পাক উইকেট রক্ষক লতিফ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rashid Latif says Ravichandran Ashwin not all time great as claimed by Rohit Sharma. অশ্বিন সর্বকালের সেরা! রোহিতের সঙ্গে একমত নন প্রাক্তন পাক উইকেট রক্ষক লতিফ
#করাচি: মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ছয় উইকেট নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবকে টপকেছেন রবিচন্দ্রণ অশ্বিন। অশ্বিন বর্তমানে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সামনে শুধু অনিল কুম্বলে। মোহালিতেই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় রোহিত শর্মার। রোহিত ভারতের হয়ে অশ্বিনের প্রদর্শনের ভূয়সী প্রশংসা করে তাকে একজন 'সর্বকালের সেরা' বলে অভিহিত করেছেন।
যদিও পাকিস্তানের প্রাক্তন উইকেট রক্ষক রশিদ লতিফ রোহিতের সঙ্গে একদমই একমত নন। লতিফের মতে অশ্বিন একজন ' সেরা' বোলার, 'সর্বকালের সেরা' নন। আরো একটু এগিয়ে লতিফের মন্তব্য রোহিত হয়তো মুখ ফস্কেই অশ্বিনকে ' সর্বকালের সেরা' বলে ফেলেছেন। লতিফের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, দেশের বাইরে অশ্বিন এখনো পর্যন্ত যা প্রদর্শন দেখিয়েছেন, তাতে তাকে সর্বকালের সেরাদের তালিকায় রাখা যায় না। পাকিস্তানের হয়ে ১৬৬ টি একদিনের ম্যাচ ও ৩৭ টি টেস্ট ম্যাচের অভিজ্ঞ লতিফ তাই অশ্বিনকে শুধু একজন সেরা বোলার বলতেই আগ্রহী। তার ইউটিউব চ্যানেলে রশিদ লতিফের বক্তব্য, নি:সন্দেহে অশ্বিন একজন অসাধারণ বোলার।
advertisement
Rashid Latif on Rohit referring Ravi Ashwin as an 'All Time Great'. If we talk only in India, no doubt he is Good. I think Rohit Sharma statement might have been a slip of tongue. It is a way of motivating the players. pic.twitter.com/2Xu2FcJ5WK
— Over Thinker Lawyer 🇵🇰 (@Muja_kyu_Nikala) March 10, 2022
advertisement
সে তাঁর বোলিংয়ে অনেক মিশ্রণ যোগ করেছে। ঘরের মাঠে ও পরিবেশে এসজি বলে নি:সন্দেহে অশ্বিন ভারতের শ্রেষ্ঠ স্পিনার। যদিও, দেশের বাইরে অশ্বিনের যা প্রদর্শন, তা বিচার করলে রোহিতের বক্তব্যের সঙ্গে আমি একমত নই। বিদেশের মাটিতে কুম্বলের প্রদর্শন দারুন ছিল, জাদেজাও দারুন প্রদর্শন করেছে। অতীতে বিষণ সিং বেদী অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। আমরা যদি শুধুমাত্র ভারতের মাঠের কথা বলি নি:সন্দেহে অশ্বিন দারুন।
advertisement
আমার মনে হয় (অশ্বিনকে নিয়ে রোহিত যে মন্তব্যটা করেছে) রোহিত হয়তো মুখ ফস্কে তা বলে ফেলেছে। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতেও তার এই বক্তব্য হতে পারে। যদিও রশিদ লতিফের এই মন্তব্য নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা অথবা সদ্য কপিল দেবকে টপকানো রবিচন্দ্রন অশ্বিনের এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের হয়ে এখনো পর্যন্ত ৮৫ টি টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন, ২৪.২৭ বোলিং গড় নিয়ে নিয়েছেন ৪৩৬ উইকেট। ৩০ বার ৫ উইকেট ও ৭ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে, সীমিত ওভারের ক্রিকেটে ১৬৪ টি ম্যাচে ২১২ টি উইকেট নিয়েছেন অশ্বিন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 5:18 PM IST