IND vs SL, Jasprit Bumrah : পিঙ্ক বলের চ্যালেঞ্জ সামলানো কিছুটা আলাদা! তিনটি উপায় বের করলেন বুমরাহ

Last Updated:

Adjustments for Pink Ball is bit different says Jasprit Bumrah in Bengaluru. গোলাপি বলের চ্যালেঞ্জ কোথায় আলাদা বললেন বুমরাহ

গোলাপি বলের টেস্টে শ্রীলংকার উইকেট নিতে প্রস্তুত বুমরাহ
গোলাপি বলের টেস্টে শ্রীলংকার উইকেট নিতে প্রস্তুত বুমরাহ
#বেঙ্গালুরু: এই মুহূর্তে ভারতের টেস্ট ক্রিকেট দলের আত্মবিশ্বাস তুঙ্গে। শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ করার পর, টেস্ট সিরিজেও ইতিমধ্যে ১-০ লিড নিয়েছে ভারত। মোহালিতে তিন দিনের ভেতর খেলা শেষ করে বেঙ্গালুরু পৌঁছেছে ভারত। তবে এখানে চ্যালেঞ্জ কিছুটা আলাদা হবে ভারতীয় দলের পক্ষে। এমনটাই মনে করেন জসপ্রীত বুমরা। ভারতের সহ-অধিনায়ক বুমরাহ মনে করেন গোলাপি বলে মানিয়ে নেওয়া কিছুটা আলাদা। বলের গতি, সুইং, এমনকি ক্যাচ ধরার ক্ষেত্রেও লাল বলের তুলনায় আলাদা গোলাপি বল।
যে গতিতে লাল বল একজন ফিল্ডারের কাছে আসে, তার থেকে দ্রুতগতিতে আসে গোলাপি বল। দুপুরের দিকে বেশি মুভমেন্ট না হলেও, ফ্লাড লাইট জ্বালানোর পর বেশি নড়াচড়া করে গোলাপি বল। বুমরাহ মনে করেন অতীতে দেশের মাটিতে দুটি গোলাপি বলে টেস্ট ম্যাচ জিতলেও, সংখ্যার বিচারে ভারত খুব বেশি গোলাপি বল খেলেনি। অস্ট্রেলিয়া ধরলে সব মিলিয়ে তিনটি গোলাপি বলের ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু তিনটি ক্ষেত্রে পরিস্থিতি আলাদা ছিল। বেঙ্গালুরুতে ভিন্ন পরিস্থিতি হবে। তাই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।
advertisement
advertisement
এমন কোনো ব্যাপার নেই যা দেখে বোঝা যাবে এই নিয়ম মেনে চললেই সফল হওয়া যাবে গোলাপি বলের টেস্টে। পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠেই পরিস্থিতি বিচার করে গেম প্ল্যান পরিবর্তন করা হতে পারে। চিন্নস্বামী স্টেডিয়ামে ভারত কোন কম্বিনেশনে খেলবে? তিনজন পেসার, দুই স্পিনার? নাকি অন্যকিছু। বুমরাহ বলছেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সকালে। কোচ, অধিনায়ক মিলে সিদ্ধান্ত নেবেন।
advertisement
তিনি সহ-অধিনায়ক হলেও নিজেকে দলের একজন সৈনিকের বেশি ভাবতে পছন্দ করেন না বুমরাহ। তার কাছে মাঠে নেমে পারফর্ম করাটাই শেষ কথা। ব্যক্তিগতভাবে বুমরাহ পিচ, টিম কম্বিনেশন নিয়ে বেশি ভাবতে পছন্দ করেন না। তার দায়িত্ব বল হাতে বিপক্ষের উইকেট তোলা। সেটাই দক্ষতার সঙ্গে করতে চান এই মুহূর্তে ভারতের সেরা পেসার।
advertisement
অধিনায়ক হিসেবে বিরাট কোহলির কাছ থেকে যেমন সাহায্য পেতেন, রোহিত শর্মার কাছ থেকেও তেমনই সাহায্য পান প্রতিনিয়ত। কোচ রাহুল দ্রাবিড় সব সময় ড্রেসিংরুমের পরিবেশ হাসিখুশি রাখেন। শ্রীলংকার বিরুদ্ধে মোহালিতে সহজ জয় পেলেও, বেঙ্গালুরুর গোলাপি বলের টেস্ট ম্যাচে লড়াইটা ততটা একপক্ষ হবে না মনে করেন বুমরাহ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL, Jasprit Bumrah : পিঙ্ক বলের চ্যালেঞ্জ সামলানো কিছুটা আলাদা! তিনটি উপায় বের করলেন বুমরাহ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement