১৪ মাস পর বিরাট কোহলির 'কামব্যাক', রবিবার কেমন টিম নামাবে ভারত? দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ১৪ মাস পর ফিরলেন বিরাট কোহলি। রবিবার টি২০ বিশ্বকাপের মহড়া টিম ইন্ডিয়ার।
কলকাতা: ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ১৪ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয় দল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই টিম ইন্ডিয়ার শেষ টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ। সেই কারণে সঠিক টিম কম্বিনেশন বেছে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অনেকেই ভাল পারফর্ম করতে পারেননি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে? দেখে নেওয়া যাক-
advertisement
আরও পড়ুন- শামিকে চেনে গোটা ভারত, শামির ভাইকে আপনি চেনেন? দাদার পথেই ভাই
চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসেন শুভমান গিল। এখনও পর্যন্ত জয়সওয়ালের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলার কোনো আপডেট পাওয়া যায়নি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন একমাত্র গিল।
advertisement
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরবেন বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁর। ১৪ মাস পর বিরাট কোহলি আবার টি২০ খেলবেন। কোহলি প্লেয়িং ইলেভেনে যোগ দিলে তিলক ভার্মাকে বলতে হবে।
চার নম্বরে সুযোগ পেতে পারেন শিবম দুবে। তিনি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন। পাঁচ নম্বরে থাকতে পারেন জিতেশ শর্মা। উইকেটকিপিংয়ের দায়িত্ব তাঁর। ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন রিংকু সিং।
advertisement
পেস অ্যাটাক-এর দায়িত্ব দেওয়া হতে পারে আরশদীপ সিংয়ের হাতে। খেলতে পারেন মুকেশ কুমার। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রবি বিষ্ণোই ভাল পারফর্ম করেননি। ৩ ওভারে ৩৫ রান দেন তিনি। ফলে এবার প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন তিনি।
সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। অলরাউন্ডার হিসেবে আরেকবার সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। প্লেয়িং ইলেভেনে থাকতে পারেন অক্ষর প্যাটেলও।
advertisement
আরও পড়ুন- খেলোয়াড়দের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটাররা, চেনেন?
আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের প্লেয়িং ইলেভেন:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, আরশদীপ সিং, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মুকেশ কুমার, ওয়াশিংটন সুন্দর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 13, 2024 10:51 PM IST