খেলোয়াড়দের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটাররা, চেনেন তাঁদের?

Last Updated:

এমন অনেক ক্রিকেটার আছেন যাঁদের স্ত্রীও খেলোয়াড়। এঁরা কেউ ক্রিকেটার বা অন্য কোনও খেলার সঙ্গে যুক্ত।

ক্রিকেট আর বলিউড, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বহু ক্রিকেটারই অভিনেত্রীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। বিরাট কোহলি, মহম্মদ আজহারউদ্দিন থেকে মনোজ প্রভাকর, মনসুর আলি খান পতৌদি, হরভজন সিং – তালিকা অনেক লম্বা। তবে শুধু বলিউড নয়, এমন অনেক ক্রিকেটার আছেন যাঁদের স্ত্রীও খেলোয়াড়। এঁরা কেউ ক্রিকেটার বা অন্য কোনও খেলার সঙ্গে যুক্ত। ইশান্ত শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, দীনেশ কার্তিকরা এমন জীবনসঙ্গীই বেছে নিয়েছেন।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপ দলের সদস্য রবিন উথাপ্পার স্ত্রী শীতল গৌতম টেনিস খেলোয়াড়। ফেড কাপে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ডাবলসে শীতলের সাফল্য সবচেয়ে বেশি। ২০১১ ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে ৪৭৭তম স্থানে ছিলেন তিনি। আইটিএফ সার্কিটে পাঁচটি সিঙ্গল এবং ১৩টি ডাবলস জিতেছেন। মজার ব্যাপার হল, শীতল রবিনের চেয়ে চার বছরের বড়। কলেজেও সিনিয়র ছিলেন। বয়স বা ধর্ম, প্রেমের সামনে কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। শীতল হিন্দু, উথাপ্পা খ্রিস্টান। দুজনের পরিবার বেঁকে বসেছিল। অনেক সাধ্য সাধনায় রাজি করাতে হয়। ২০১৬ সালের মার্চ মাসে গাঁটছড়া বাঁধেন দুজন।
advertisement
advertisement
টিম ইন্ডিয়ার প্রাক্তন জোরে বোলার ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা বাস্কেটবল খেলোয়াড়। ভারতীয় মহিলা বাস্কেট দলের অধিনায়ক ছিলেন। প্রতিমার চার বোন। প্রত্যেকেই বাস্কেটবল খেলোয়াড়। বেনারসে তাঁরা ‘সিং সিস্টারস’ নামে খ্যাত। একটি প্রতিযোগিতায় প্রতিমাকে প্রথম দেখেন ইশান্ত। প্রথম দর্শনেই প্রেম। কিছুদিন ডেটিংয়ের পর ২০১৬ সালে বিয়ে করেন তাঁরা। ইশান্ত এবং প্রতিমার একটি ফুটফুটে কন্যাসন্তান হয়েছে।
advertisement
দীনেশ কার্তিকের কথা বললেই নিধহাস ট্রফির ফাইনালের কথা আসবেই। তাঁর ব্যাটে ভর করেই ম্যাচ জেতে ভারত। শেষ ওভারের শেষ বলে বাংলাদেশের সৌম্য সরকারকে মারা ছক্কা আজও ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে রয়েছে। নিকিতার সঙ্গে দীনেশ কার্তিকের প্রথম বিয়ে টেকেনি। ২০১৫ সালের অগাস্টে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লেকেলের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। ভারতীয় ক্রীড়াজগতে দীপিকা পরিচিত নাম। বিশ্বের সেরা ১০ মহিলা খেলোয়াড়ের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে সোনাও জিতেছেন।
advertisement
তিন ফরম্যাটেই ভারতীয় দলের প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবে ভাবা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে। ঘরোয়া ক্রিকেটে এক ওভারে সাতটি ছক্কা (একটি নো বলে) মারার রেকর্ড রয়েছে তাঁর। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতি মরশুমে প্রচুর রান করছেন। ২০২৩ সালের জুন মাসে উৎকর্ষ পাওয়ারকে বিয়ে করেন ঋতুরাজ। ২৪ বছর বয়সী উৎকর্ষও ক্রিকেটার। মহারাষ্ট্রের হয়ে মাঠে নামেন। মূলত ডান হাতি মিডিয়াম পেস বোলার। সঙ্গে ব্যাটটাও করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলোয়াড়দের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটাররা, চেনেন তাঁদের?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement