Tapas Roy: মোবাইল বাজেয়াপ্ত করল ইডি, ম্যারাথন তল্লাশি শেষে কী বললেন তাপস রায়?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তৃণমূল বিধায়ক জোর গলায় দাবি করেছেন, তিনি কোনওভাবেই কোনও ধরনের দুর্নীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না৷
কলকাতা: দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা তল্লাশির পর অবশেষে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি৷ এ দিন সকাল থেকেই তাপস রায়ের বৌবাজারের ফ্ল্যাটে অভিযানে যায় ইডি-র একটি দল৷ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই তাপস রায়ের বাড়িতে তল্লাশিতে যায় ইডি৷
তল্লাশি অভিযান শেষে ইডি তাঁর একটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন তাপস রায়৷ একই সঙ্গে তৃণমূল বিধায়ক জোর গলায় দাবি করেছেন, তিনি কোনওভাবেই কোনও ধরনের দুর্নীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না৷
তাপস রায় বলেন, ‘ইডি-র দল এসেছিল৷ কেন এসেছিল ওরাই বলতে পারবে৷ আমার কোনওদিন কোনওরকম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সুযোগও ছিল না, জড়িত নইও৷ আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নই৷’
advertisement
advertisement
কিন্তু কেন ইডি তাঁর বাড়িতে তদন্তে এল সেই প্রশ্নের জবাবে তৃণমূল বিধায়ক বলেন, ‘রাজনীতি করি বলেই হয়তো ইডি এল৷ আমার মোবাইল নিয়ে গিয়েছে, কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে৷ ওরা আমাকে নির্দিষ্ট ভাবে তেমন কিছু জিজ্ঞেস করেনি৷ আমার কিছু জানার কথাও নয়৷’
advertisement
তাপস রায় বরানগরের বিধায়ক৷ মনে করা হচ্ছে বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেই তাঁর ফ্ল্যাটে হানা দিল ইডি৷ তাপস রায় ছাড়াও এ দিন সকাল থেকে দমকলমন্ত্রী সুজিত বসু এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালায় ইডি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2024 7:16 PM IST