শামিকে চেনে গোটা ভারত, শামির ভাইকে আপনি চেনেন? দাদার পথেই ভাই

Last Updated:
Mohammad Shami brother: মহম্মদ শামির ভাই, খেলেন বাংলার হয়ে। আপনি চেনেন তাঁকে?
1/6
মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বাংলার জার্সিতেই খেলেন তিনি। দাদার পথেই ভাই। আপনি কি তাঁকে চেনেন!
মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। বাংলার জার্সিতেই খেলেন তিনি। দাদার পথেই ভাই। আপনি কি তাঁকে চেনেন!
advertisement
2/6
২৬ বছর বয়সী মহম্মদ কাইফ রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। দাদার মতো এখন তাঁকে নিয়েও হইচই গোটা দেশে।
২৬ বছর বয়সী মহম্মদ কাইফ রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। দাদার মতো এখন তাঁকে নিয়েও হইচই গোটা দেশে।
advertisement
3/6
কাইফ বোলিং অলরাউন্ডার। মিডল অর্ডারে হার্ড হিটার হিসাবেও পরিচিত শামির ভাই।
কাইফ বোলিং অলরাউন্ডার। মিডল অর্ডারে হার্ড হিটার হিসাবেও পরিচিত শামির ভাই।
advertisement
4/6
ঘরোয়া ক্রিকেটে দাদার মতো তিনিও বাংলার জার্সিতে খেলেন। আর দাদার মতোই তিনি এখন বাংলার পেস অ্যাটাকের ভরসা।
ঘরোয়া ক্রিকেটে দাদার মতো তিনিও বাংলার জার্সিতে খেলেন। আর দাদার মতোই তিনি এখন বাংলার পেস অ্যাটাকের ভরসা।
advertisement
5/6
কলকাতা ময়দানে বছর দশেকের বেশি সময় ধরে অনুশীলন করছেন কাইফ। তবে বেশিরভাগ সময় তিনি নীরবে কাজ করে গিয়েছেন। সম্প্রতি তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
কলকাতা ময়দানে বছর দশেকের বেশি সময় ধরে অনুশীলন করছেন কাইফ। তবে বেশিরভাগ সময় তিনি নীরবে কাজ করে গিয়েছেন। সম্প্রতি তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
advertisement
6/6
মোরাদাবাদে বদরুদ্দিনের অ্যাকাডেমি থেকে উত্থান কাইফের। কলকাতায় প্রথম খেলেন ডালহৌসি ক্লাবে। শামির মতোই ডেল স্টেইনের ভক্ত কাইফ। শামির মতো তাঁর গতি নেই। তবে লাইন লেন্থ অসাধারণ।
মোরাদাবাদে বদরুদ্দিনের অ্যাকাডেমি থেকে উত্থান কাইফের। কলকাতায় প্রথম খেলেন ডালহৌসি ক্লাবে। শামির মতোই ডেল স্টেইনের ভক্ত কাইফ। শামির মতো তাঁর গতি নেই। তবে লাইন লেন্থ অসাধারণ।
advertisement
advertisement
advertisement