IPL 2022: আইপিএল শুরুর আগেই নেটে শুরু ধোনি ধামাকা, ছক্কার ফুলঝুরির ভাইরাল ভিডিও

Last Updated:

ক্যাম্পে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটার সামিল রয়েছেন৷ এছাড়া সাপোর্ট স্টাফ, মেডিক্যাল স্টাফ সিএসকে ম্যানেজমেন্ট সদস্যরাও রয়েছেন৷ ক্রিকেটাররা কঠিন বায়োবাবলে থাকবেন৷ আইপিএল ২০২২ -এ কোনও ক্রিকেটার কোনও বাইরের ব্যক্তির সান্নিধ্যে না আসেন তার কড়া ব্যবস্থা করা হয়েছে৷

Viral: watch video ms dhoni one hand six in pre training camp- Photo Courtesy- CSK/Instagram
Viral: watch video ms dhoni one hand six in pre training camp- Photo Courtesy- CSK/Instagram
#সুরাত: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আইপিএল ২০২২  (IPL 2022) প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ ধোনি এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)  সঙ্গে অনুশীলনের জন্য সুরাতে রয়েছেন৷ সেখানেই এবার সিএসকে-র  (CSK) প্রস্তুতি ক্যাম্প হচ্ছে ধোনির প্রস্তাব অনুসারেই৷ এই অনুশীলনে জমিয়ে ঘাম ঝরাচ্ছেন মাহি৷ সিএসকে নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লম্বা লম্বা ছক্কা হাঁকাচ্ছেন এইরকম ভিডিও পোস্ট করেছে৷ আইপিএলের প্রথম ম্যাচ এবার খেলবে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে৷ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নাইট রাইডার্স (CSK v KKR) ৷ ২৬ মার্চ ওয়াংখেড়েতে খেলা হবে এই ম্যাচ৷ দেখে নিন অনুশীলন ক্যাম্পে কেমন দুদ্ধর্ষভাবে ছক্কা মারছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
এমএস ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন সিএসকে র (CSK) ক্রিকেটাররা লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে নিজেদের প্রস্তুতি সারছে৷ খবর অনুযায়ি মহেন্দ্র সিং ধোনির ভাবনা থেকেই এভাবে সুরাতে আইপিএলের প্রি ক্যাম্প শুরু করেছেন৷ কারণ এখানের মাটি অনেকটাই মুম্বইয়ের মাটির ধরণের ফলে একেবারে ম্যাচ কন্ডিশনে অনুশীলন করতে পারবে টিম৷
advertisement
advertisement
দেখে নিন অনুশীলন ক্যাম্পে কেমন দুদ্ধর্ষভাবে ছক্কা মারছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ দেখুন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
ফ্যান নিজেদের স্টার ক্রিকেটারের নেটে অনুশীলন এবং প্র্যাকটিশ ম্যাট খেলা সহজেই এসে দেখতে পারবেন৷ অর্থাৎ ফ্যানদের প্রবেশে মানা নেই৷ ট্রেনিং সেশনে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে ভালভাবে মিশতে পারছেন৷তরুণ ক্রিকেটাররা অভিজ্ঞ ধোনি (MS Dhoni) , ডয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা -র সঙ্গে সময় কাটাতে পারছে৷ যাতে তাঁরা অনেক কিছু শিখতে পারছে৷
advertisement
ক্যাম্পে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটার সামিল রয়েছেন৷ এছাড়া সাপোর্ট স্টাফ, মেডিক্যাল স্টাফ সিএসকে ম্যানেজমেন্ট সদস্যরাও রয়েছেন৷ ক্রিকেটাররা কঠিন বায়োবাবলে থাকবেন৷ আইপিএল ২০২২ -এ কোনও ক্রিকেটার কোনও বাইরের ব্যক্তির সান্নিধ্যে না আসেন তার কড়া ব্যবস্থা করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল শুরুর আগেই নেটে শুরু ধোনি ধামাকা, ছক্কার ফুলঝুরির ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement