IPL 2022: চ্যাম্পিয়ন হওয়ার পর হুড়মুড়িয়ে নেমেছে পারফরম্যান্স, এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে SRH
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
২০১৬ সালে তাঁরা খেতাব জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে৷ কিন্তু তারপর সেই ওয়ার্নারকেই দল থেকে এবার ছেঁটে ফেলেছে তারা৷
#হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদ (SRH)- একবার খেতাব জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০১৬ সালে তাঁরা খেতাব জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে৷ কিন্তু তারপর সেই ওয়ার্নারকেই দল থেকে এবার ছেঁটে ফেলেছে তারা৷ গত মরশুমে আইপিএলে তলানিতে ছিল পারফরম্যান্স৷ তাই এবারের আইপিএলে (IPL 2022) একেবারে ১৮০ ডিগ্রি পারফরম্যান্স ঘুরিয়ে দিতে চাইছে তারা৷
সানরাইজার্স হায়দরাবাদ (SRH) অধিনায়ক – কেন উইলিয়ামসন
আরও পড়ুন - Viral Video: পুষ্পায় পুরোপুরি মজে বিরাট কোহলি, শ্রীবল্লি নাচের পর এবার পুষ্পা ট্রেন্ড, ভাইরাল
advertisement
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) কত দরে কিনল তার প্লেয়ারদের দেখে নিন
সম্পূর্ণ স্কোয়াড: কেন উইলিয়ামসন (১৪ কোটি)/ আবদুল সামাদ (৪ কোটি)/ উমরান মালিক (৪ কোটি)/ ওয়াশিংটন সুন্দর (৮.৭৫ কোটি)/ নিকোলাস পুরান (১৫.২৫ কোটি)/ টি. নটরাজন (৪.০ কোটি)/ ভুবনেশ্বর কুমার (৪.২ কোটি)/ প্রিয়ম গর্গ (০.২ কোটি)/ রাহুল ত্রিপাঠি (৮.৫ কোটি)/ অভিষেক শর্মা (৬.৫ কোটি)/ কার্তিক ত্যাগী (৪ কোটি)/ শ্রেয়াস গোপাল (০.৭৫ কোটি)/ জগদীশা সুচিথ (০.২ কোটি)/ অ্যাডেন মার্করাম (২.৬ কোটি)/ মার্কো জানসেন (৪.২ কোটি)/ রোমারিও শেফার্ড (৭.৭৫ কোটি)/ শন অ্যাবট (২.৪ কোটি)/ রবিকুমার সমর্থ (০.২ কোটি)/ সৌরভ দুবে (০.২ কোটি)/ বিষ্ণু বিনোদ (০.৫ কোটি)/ ফজলহক ফারুক (০.৫ কোটি)/ শাহশাঙ্ক সিং (০.২ কোটি)/ গ্লেন ফিলিপস (১.৫ কোটি)।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2022 9:02 PM IST

