#সুরাত: মহেন্দ্র সিং ধোনি আইপিএল ২০২২ (IPL 2022) মরশুমের জন্য আলাদা আন্দাজে ধরা দিয়েছেন৷ প্রতিবারের মতোই এবারের হেয়ারকাটও স্পেশাল৷ আইপিএল খেতাব সিএসকে (CSK) জিতেছে চারবার৷ মাহি এবারেও ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন৷ (PIC-Twitter)
2/ 5
৪০ বছরের মহেন্দ্র সিং ধোনি ১৫ অগাস্ট ২০২০ তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন৷ এরপর আইপিএলেই (IPL 2022) তাঁকে খেলতে দেখা যাচ্ছে৷ ধোনির কথাতেই আইপিএলে নিজেদের ট্রেনিং সুরাতে রেখেছেন সিএসকে (CSK)৷ (PIC-Twitter)
3/ 5
সদ্যই আইপিএলের অফিসিয়াল ট্যুইটার থেকে একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বাস ড্রাইভার ও কনডাক্টর রূপে দেখা যাচ্ছে৷ (PIC-Twitter)
4/ 5
মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নতুন লুকে স্যোয়াগ ভরা হয়েছে৷ এই ফটো ভীষণ তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়৷ ধোনি এই সময় শুধু আইপিএলেই দেখা যায়৷ (PIC-Twitter)