IPL 2022: আবেশ খান ও ভেঙ্কটেশ আইয়ারের জবরদস্ত ডান্স , ভাইরাল ভিডিও

Last Updated:

দেখে নিন আবেশ খান (Avesh Khan) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) দুজনেরই ভাইরাল ডান্স ভিডিও (Viral Video) দেখে নিন৷

Viral Video: avesh khan,venkatesh iyer dance video viral on social media halamathi habibo song watch- Photo Courtesy- Instagram/Video Grab
Viral Video: avesh khan,venkatesh iyer dance video viral on social media halamathi habibo song watch- Photo Courtesy- Instagram/Video Grab
#লখনউ: আইপিএল ২০২২ (IPL 2022)  নতুন দল লখনউ সুপার জায়ন্টস (Lucknow Super Giants) দল আবেশ খানের  (Avesh Khan) একটি ভিডিও  (Viral Video) সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল ভিডিও হয়েছে৷ এই ভিডিওতে কেকেআরের (KKR) স্টার ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের  (Venkatesh Iyer)  সঙ্গে আরবী গানের সুরে ‘কুথু -হলামিথি হাবিবে’-র সঙ্গে কোমর দুলিয়েছেন ৷ আবেশ খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেছেন৷
ডানহাতের জোরে বোলার আবেশ খান  (Avesh Khan) আর যুবা ক্রিকেটার বেঙ্কেটেশ আইয়ার  (Venkatesh Iyer)  জবরদস্ত ডান্স করেছেন৷ ২৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে এখনও অবধি ২৮ হাজারের বেশি লাইক এসেছে৷ আর কমেন্টও রয়েছে প্রচুর৷ কেকেআরের (KKR) প্রাক্তন এবং মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব এই ভাইরাল ভিডিওতে (Viral Video)  কমেন্ট করেছেন৷ তিনি ইমোজি দিয়েছেন৷
advertisement
advertisement
দেখে নিন আবেশ খান (Avesh Khan)  ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)   দুজনেরই ভাইরাল ডান্স ভিডিও (Viral Video)  দেখে নিন৷
View this post on Instagram

A post shared by Avesh Khan (@aavi.khan)

advertisement
২৫ বছরের আবেশ খান (Avesh Khan) এই ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘Trying out the hottest trend. Arabic Kuthu.’- অর্থাৎ সবচেয়ে হট ট্রেন্ড আরবিক কুথু৷ এই ভিডিও-র ক্রেডিট দিয়েছেন আর দুই ক্রিকেটার ইশান কিষাণ ও এবং হরপ্রীত ব্রারকে৷ কারণ তাঁদের এই ভাইরাল ভিডিওটি তাঁরাই শ্যুট করেছেন৷
মধ্যপ্রদেশে জন্ম হওয়া জোরে বোলার আবেশ খান সদ্য সদ্যই আইপিএলের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন৷ তিনি মেগা নিলামে লখনউ ফ্রাঞ্চাইজি তাঁকে ১০ কোটি টাকায় কিনেছেন৷ তিনিই আইপিএল (IPL 2022) ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার৷
advertisement
গতবছর জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক ঘটে ভেঙ্কটেশ আইয়ারের৷ তিনি ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেন৷ আইপিএলে মোট ১০ ম্যাচে খেলেছেন এবং ৪ টি অর্ধশতরান করেন৷ আবেশ খান এ বছর ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটান ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আবেশ খান ও ভেঙ্কটেশ আইয়ারের জবরদস্ত ডান্স , ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement