IPL 2022: আবেশ খান ও ভেঙ্কটেশ আইয়ারের জবরদস্ত ডান্স , ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন আবেশ খান (Avesh Khan) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) দুজনেরই ভাইরাল ডান্স ভিডিও (Viral Video) দেখে নিন৷
#লখনউ: আইপিএল ২০২২ (IPL 2022) নতুন দল লখনউ সুপার জায়ন্টস (Lucknow Super Giants) দল আবেশ খানের (Avesh Khan) একটি ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল ভিডিও হয়েছে৷ এই ভিডিওতে কেকেআরের (KKR) স্টার ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) সঙ্গে আরবী গানের সুরে ‘কুথু -হলামিথি হাবিবে’-র সঙ্গে কোমর দুলিয়েছেন ৷ আবেশ খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেছেন৷
ডানহাতের জোরে বোলার আবেশ খান (Avesh Khan) আর যুবা ক্রিকেটার বেঙ্কেটেশ আইয়ার (Venkatesh Iyer) জবরদস্ত ডান্স করেছেন৷ ২৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে এখনও অবধি ২৮ হাজারের বেশি লাইক এসেছে৷ আর কমেন্টও রয়েছে প্রচুর৷ কেকেআরের (KKR) প্রাক্তন এবং মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব এই ভাইরাল ভিডিওতে (Viral Video) কমেন্ট করেছেন৷ তিনি ইমোজি দিয়েছেন৷
advertisement
advertisement
দেখে নিন আবেশ খান (Avesh Khan) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) দুজনেরই ভাইরাল ডান্স ভিডিও (Viral Video) দেখে নিন৷
advertisement
২৫ বছরের আবেশ খান (Avesh Khan) এই ভিডিও আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘Trying out the hottest trend. Arabic Kuthu.’- অর্থাৎ সবচেয়ে হট ট্রেন্ড আরবিক কুথু৷ এই ভিডিও-র ক্রেডিট দিয়েছেন আর দুই ক্রিকেটার ইশান কিষাণ ও এবং হরপ্রীত ব্রারকে৷ কারণ তাঁদের এই ভাইরাল ভিডিওটি তাঁরাই শ্যুট করেছেন৷
মধ্যপ্রদেশে জন্ম হওয়া জোরে বোলার আবেশ খান সদ্য সদ্যই আইপিএলের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন৷ তিনি মেগা নিলামে লখনউ ফ্রাঞ্চাইজি তাঁকে ১০ কোটি টাকায় কিনেছেন৷ তিনিই আইপিএল (IPL 2022) ইতিহাসের সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার৷
advertisement
গতবছর জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক ঘটে ভেঙ্কটেশ আইয়ারের৷ তিনি ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলেন৷ আইপিএলে মোট ১০ ম্যাচে খেলেছেন এবং ৪ টি অর্ধশতরান করেন৷ আবেশ খান এ বছর ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটান ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2022 12:59 PM IST