Viral News: রাস্তার দু' ধারেই বাড়ি! কিন্তু ভৌতিক কাণ্ডকারখানা অনুভূত হয়, মন্ত্রশক্তিতে কাবু হয় ভূত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral News: বিলেতের এই জায়গায় নাকি ভূতদের মস্ত আনাগোনা! আতঙ্কের সেই খবর এখন ভাইরাল নিউজ৷
#লন্ডন: দুনিয়ায় এমন কোনও কোনও জায়গা আছে যেখানে সম্পর্কে মানুষজন এমন সব কথা বলেন যা সাধারণ জ্ঞান-বিজ্ঞানের সীমা অতিক্রম করে অতিপ্রাকৃতের সঙ্গে সরাসরি যোগ করে দেয়৷ যা শুনে মানুষের মধ্যে আতঙ্কের স্রোত বয়ে যায়৷ সারা পৃথিবীতেই এমন জায়গা আছে যেখানে আত্মার আনাগোনা থেকে শুরু করে অতিপ্রাকৃত বা ভুতের (Ghost) উপস্থিতির বিষয়ে (Haunted places in the world) শোনা যায়৷ এইরকম ঘটনা ঘটার যাঁরা দাবি করেন তাঁরা জানান এমন সব অনুভূতি হয় যা মানুষকে ভিতরে ভিতরে একেবারে কাঁপিয়ে দেয়৷ Photo- Collected
advertisement
নিউজ ১৮ বাংলা এই ধরণের খবরের সত্যতা নিজের থেকে স্বীকার করে না৷ কিন্তু যে ভূতের উপস্থিতির খবর আসে তা আপনাদের সামনে সেখানের ব্যক্তিদের ভৌতিক (Ghost) উপস্থিতির অনুভূতিতে তুলনা করে৷ ইংল্যান্ডের বোল্টনে এক এলাকা আছে যেখানে ওয়েস্টাথনের (Westhoughton) উইনগেটস গ্রুভ (Wingates Grove) নামের এলাকায় একটি গলি রয়েছে৷ এই রাস্তার দুদিকেই ঘর রয়েছে৷ বসবাসকারী ব্যক্তিদের দাবি সেখানে ভৌতিক উপস্থিতি রয়েছে৷ Photo- Collected
advertisement
ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ি ১৯৯০ -র দশকে এক পরিবার সেখানে ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন , তাঁদের দাবি এলাকায় ভুত ঘুরে বেড়ায়৷ বোল্টন কাউন্সিল এর তদন্তে নামে৷ ১৯৯৩ সালে ফের এক পরিবার জানায় তাঁদের পরিবারের এক শিশু ঘরে অদৃশ্য কোনও ব্যক্তির সঙ্গে কথা বলে৷ পাশাপাশি ঘরের দেওয়ালে তেলের মতো কোনও জিনিস বয়ে যাচ্ছে মনে হয়৷ তারপর সেখানে তন্ত্রমন্ত্র পাঠ করা হয়৷ এরপর ভৌতিক উপস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়৷ কিন্তু এখানেই শেষ নয়৷ ফের ১৯৯৯ সালে এখানে এরকমই ঘটনা ঘটতে থাকে৷ Photo- Collected
advertisement
এই এলাকার বাসিন্দাদের ঘরে থাকার আগে শপথবাক্য সই করানো হয়৷ ম্যানচেস্টার ইভিনিম নিউজ অনুযায়ি ৩৪ বছরের লৌরা বলেছেন যখন তিনি যখন ১২ বছরের ছিলেন তখন এই এলাকায় বাস করতে আসেন৷ তাঁর ভীষণ ভয় করত৷ তাঁদের ঘরের পিছনের দিকে একটি ঘরে তাঁর ভাইয়ের গার্লফ্রেন্ড এসেছিল৷ একদিন রাতে সেই মেয়েটি লৌরার ঘরে আস এবং তাঁকে ঘুমোতে দেখছিল৷ লৌরা ঘুম থেকে চোখ মেলে দেখে চমকে যান৷ পরের দিন সেই মেয়েটিকে আবার ওই ঘটনার কথা বলেন তখন মেয়েটি জানায় সে আবার রাতে লৌরাকে তাঁর ঘরে ঘুমোতে দেখেছিল৷ Photo- Collected