Viral Video: ব্যাটিংয়ের সময় বিরাটকে চরম স্লেজিং অনুষ্কার! পাল্টা জবাব কোহলির! ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু এরইমধ্যে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে তোলপার হচ্ছে নেট দুনিয়া।
কলকাতা: আইপিএল ২০২৩-এ দুরন্ত ফর্মে ব্যাট করেছেন, পরপর ২ ম্যাচে শতরান করেছেন, ৬০০-র বেশি রান করেছেন প্রতিযোগিতায়, তারপরও আরিসিবিকে প্লে অফে তুলতে না পারার আক্ষেপ নিয়ে লন্ডন পারি দিয়েছেন বিরাট কোহলি। আগামি ৭ জুন থেকে শুরু হতে চলা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু এরইমধ্যে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে তোলপার হচ্ছে নেট দুনিয়া।
সম্প্রতি একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার আলোচনায় যোগ দিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানে নানা মজাদার মুহূর্ত নিয়ে আলোচনা হয়। সেখানে বিরাট কোহলি ব্যাটিং করার সময় অনুষ্কা প্রতিপক্ষ দলে থাকলে কীভাবে স্লেজিং করতেন তা করে দেখাতে বলা হয়। এরপর ভিডিওতে দেখা যায় বিরাট কোহলি ব্যাটিং স্টান্স নিচ্ছেন, পিছনে উইকেটকিপারের ভূমিকায় থাকা অনুষ্কা বলেন,”চলো…চলো বিরাট…আজ ২৪ এপ্রিল….আজ তো রান করে নে…” প্রসঙ্গত এটি বলার কারণ ২৩ এপ্রিল আইপিএল কেরিয়ারে ৩টি শূন্য রয়েছে কোহলির। সেটা নিয়েই স্লেজি করেন অনুষ্কা।
advertisement
Fun moments between Virat Kohli and Anushka Sharma.
Anushka imitating Virat’s celebration was the best! pic.twitter.com/e3ono4oXlG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 27, 2023
advertisement
মাঠ হোক আর মাঠের বাইরে। স্লেজিংয়ের পাল্টা জবাব দিতে ২ বার ভাবেননি বিরাট কোহলি। অনুষ্কাকে পাল্টা কোহলি বলেন,যত রান তোমার দল এপ্রিল, জুন, জুলাইয়ে করেছে তার থেকে বেশি আমার ম্যাচ রয়েছে।” এরপর হেসে লুটিয়ে পড়েন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। শুধু কোহলিকে স্লেজিং করাই নয়, প্রতিপক্ষের উইকেট পড়ার পর কীভাবে কোহলি সেলিব্রেট করেন তারও নকল করে দেখান অনুষ্কা শর্মা। এছাডা একাধিক মজাদার বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির ‘আজব’ প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
প্রসঙ্গত, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আলোচনায় থাকা ভারতীয় দলের দম্পতিদের মধ্যে থাকা অন্যতম। তারকা জুটি ও তাদের মেয়েকে নিয়ে একসঙ্গে কাটানো নানা মুহূর্ত প্রায়শই নেট দুনিয়ায় ঝড় তোলে। তবে বিরাট কোহলিকে অনুষ্কার মজা করার এমন ভিডিও খুব একটা দেখা যায় না। যা মনে ধরেছে নেটিজেনদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 3:38 PM IST








