আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শুভমান গিল। ১০টি ছয় ও ৭টি চারে সাজানো তাঁর ইনিংস।
2/ 10
গিলের ইনিংসে ভর করে ২৩৩ রানের বিশাল স্কোর করে গুজরাত। জবাবে মুম্বই ১৭১ রানে অলআউট হয়ে যায়। ৬২ রানে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার আইপিএল ফাইনালে পৌছল গুজরাত টাইটান্স।
3/ 10
আইপিলের শেষ ৪ ম্যাচে তৃতীয় শতরান শুভমান গিলের। এমন অনবদ্য শতরান দেখার পর গিলকে নিয়ে ধন্য ধন্য করছে ক্রিকেট দুনিয়া। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় তারকাকে।
4/ 10
প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট কোহলিও। কিন্তু শুভমান গিলের এবারের আইপিএলে তৃতীয় শতরানের পর কোহলির প্রতিক্রিয়া একটু অদ্ভূত। যা নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
5/ 10
বিরাট কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শুভমন গিলের ছবি পোস্ট করে একটিও বাক্য খরচ করেননি। শুধু একটি স্টার ইমোজি দিয়েই কোহলি বুঝিয়ে দিয়েছেন গিল আগামির মহাতারকা।
6/ 10
কোহলির এই পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। এমনভাবেও কোনও তরুণ ক্রিকেটারের উৎসাহ বাড়ানো যায় সেটা বিরাট কোহলির দ্বারাই সম্ভব বলছেন নেটিজেনরা।
7/ 10
এর আগেও গিলের শতরানের পর প্রকারন্তরে ভারতীয় ক্রিকেটের আগামির নেতা বলে গিলকে তুলে ধরেছিলেন কোহলি। শুভমান গিলও কোহলিকে নিজের আদর্শ মনে করেন।
8/ 10
প্রসঙ্গত, এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন শুভমান গিল। ৬০.৭৯ গড়ে ৮৫১ রান করেছেন গুজরাত তারকা।
9/ 10
৩টি শতরান ও ৪টি অর্ধশতরান করেছেন শুভমান গিল। সর্বোচ্চ স্কোর ১২৯। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭৮টি ৪ ও ৩৩টি ছয় মেরেছেন গিল। অরেঞ্জ ক্যাপ জয় কার্যত নিশ্চিৎ গিলের।
10/ 10
ফাইনালেও তাঁর ব্যাটে বড় ইনিংস দেখতে চাইছে গুজরাত ফ্যানেরা। টানা দ্বিতীয় আইপিএল জয়ের পাশাপাশি সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেশের হয়ে বড় রান করাই লক্ষ্য গিলের।
Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির 'আজব' প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
আইপিলের শেষ ৪ ম্যাচে তৃতীয় শতরান শুভমান গিলের। এমন অনবদ্য শতরান দেখার পর গিলকে নিয়ে ধন্য ধন্য করছে ক্রিকেট দুনিয়া। সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় তারকাকে।
Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির 'আজব' প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
প্রতিক্রিয়া দিয়েছেন বিরাট কোহলিও। কিন্তু শুভমান গিলের এবারের আইপিএলে তৃতীয় শতরানের পর কোহলির প্রতিক্রিয়া একটু অদ্ভূত। যা নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির 'আজব' প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
বিরাট কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শুভমন গিলের ছবি পোস্ট করে একটিও বাক্য খরচ করেননি। শুধু একটি স্টার ইমোজি দিয়েই কোহলি বুঝিয়ে দিয়েছেন গিল আগামির মহাতারকা।
Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির 'আজব' প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
৩টি শতরান ও ৪টি অর্ধশতরান করেছেন শুভমান গিল। সর্বোচ্চ স্কোর ১২৯। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৭৮টি ৪ ও ৩৩টি ছয় মেরেছেন গিল। অরেঞ্জ ক্যাপ জয় কার্যত নিশ্চিৎ গিলের।
Virat Kohli on Shubman Gill: গিলের সেঞ্চুরির পর কোহলির 'আজব' প্রতিক্রিয়া! তোলপার নেট দুনিয়া
ফাইনালেও তাঁর ব্যাটে বড় ইনিংস দেখতে চাইছে গুজরাত ফ্যানেরা। টানা দ্বিতীয় আইপিএল জয়ের পাশাপাশি সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেশের হয়ে বড় রান করাই লক্ষ্য গিলের।