Attack On Reham Khan: ইমরান খানের প্রাক্তন স্ত্রীর গাড়িতে বুলেট বৃষ্টি, মারাত্মক হামলা পাকিস্তানে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Reham Khan: দুজন বাইক আরোহী হঠাত্ এসে তাঁর গাড়ি লক্ষ্য করে বুলেট ছুঁড়তে শুরু করে। ইমরান খানের প্রাক্তন স্ত্রীর উপর ভয়ঙ্কর হামলা।
#ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খানের গাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলা। পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় রেহামের গাড়িতে গুলি বৃষ্টি হয়। এই হামলায় তিনি অল্পের জন্য রক্ষা পান। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তথ্য দিতে গিয়ে ইমরান খানের ক্লাস নেন রেহাম নিজেই। তিনি ইমরান খানের উদ্দেশে প্রশ্ন রাখেন, এটাই কি তাঁর 'নয়া পাকিস্তান'?
'কাপুরুষ আর গুন্ডাদের দেশ'
হামলার তথ্য দিতে গিয়ে ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান বলেছেন, 'আমি আমার ভাগ্নের বিয়ে থেকে ফিরছিলাম। তখনই বাইকে করে আসা দুজন প্রথমে আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে বন্দুকের মুখেগাড়ি থামানো হয়। অন্য গাড়িতে করে বাড়িতে ফিরেছিলাম। এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান? কাপুরুষ, গুন্ডা ও লোভী মানুষের দেশে সবাইকে স্বাগত।
advertisement
advertisement
‘দেশের জন্য বুলেট খেতে প্রস্তুত’
ঘটনাটি নিয়ে ইমরান খানের প্রাক্তন স্ত্রী একাধিক টুইট করেছেন এবং প্রতিটি টুইটে ইমরান খানের সরকারকে নিশানা করেছেন। তিনি লিখেছেন, 'আমি একজন সাধারণ নাগরিকের মতো পাকিস্তানে বাঁচতে এবং মরতে চাই। আমার উপর কাপুরুষোচিত হামলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পাকিস্তান সরকারকে তার দায় নিতে হবে। আমি আমার দেশের জন্য বুলেট খেতে প্রস্তুত।
advertisement
এফআইআর করতে হিমশিম খেতে হয়েছে
রেহাম খান অভিযোগ করেছেন, এফআইআর নথিভুক্ত করতে তাঁকে হিমশিম খেতে হয়েছে। তিনি বলেছেন, সকাল নটা পর্যন্ত এফআইর নেয়নি। আমার কর্মীরা তখনও এক মিনিটের জন্যও ঘুমাতে পারেনি। তারা শামস কলোনি থানায় বসে আছে এবং পুলিশ এফআইআর নথিভুক্ত করতে রাজি নয়। আমি এফআইআর-এর কপির জন্য অপেক্ষা করছি। এই কঠিন সময়ে আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আমি মৃত্যুকে ভয় পাই না'। যদিও পরে তিনি টুইট করেন, তাঁর অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে।
advertisement
'নয়া পাকিস্তান'-এর প্রতিশ্রুতি ও বাস্তবতা
২০১৮ সালে ইমরান খান যখন ক্ষমতায় আসেন, তিনি নয়া পাকিস্তানের স্লোগান দিয়েছিলেন। পাকিস্তানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। অথচ বাস্তবে তাঁর শাসনে শুধু মুদ্রাস্ফীতি ও দুর্নীতি নতুন উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার ২৩%- র কাছাকাছি পৌঁছেছে। তিন বছরে তিনি প্রায় ২০ বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন। এর আগে কোনো সরকার যা নেয়নি। গত মাসে পাকিস্তানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছে সৌদি আরব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 1:06 PM IST