কলকাতা: করোনা আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla Covid Positive) ৷ করোনায় আক্রান্ত সিএবি-র কোষাধ্যক্ষ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাকা দেবাশীষ গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন (Laxmiratan Shukla Covid Positive) ৷
এদিকে রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বড় ধাক্কা খেল বাংলা শিবির ! ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট সাত জনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে ৷ এই কারণে স্থানীয় ক্রিকেট আপাতত স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে সিএবি ৷
আরও পড়ুন-আন্তর্জাতিক হচ্ছে ত্রিপুরা বিমানবন্দর, আজ উদ্বোধন নয়া ইন্টিগ্রেটেড টার্মিনালের
রঞ্জি ট্রফি শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই ৷ তার মধ্যেই ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়ার খবর, বাংলা শিবিরের জন্য যথেষ্ট চিন্তার কারণ ৷ আজ, মঙ্গলবার মুম্বই দলের সঙ্গে সিসিএফসি-র মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলার ৷ কিন্তু এমন পরিস্থিতিতে কী কর প্রস্তুতি ম্যাচ খেলা হবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে ৷
আরও পড়ুন-করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, উপসর্গ মূদু
বাংলার ক্রিকেটারদের জন্য কিছুদিন আগেই বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছে সিএবি। জানুয়ারির ৩ থেকে ৫ তারিখ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে সিএবি। যেখানে বাংলার সমস্ত ক্রিকেটাররা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এর জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে সিএবি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricket, Laxmiratan Shukla