WTC Final 2023: আইপিএল হল কাল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিশাল ধাক্কা ভারতের

Last Updated:

WTC Final 2023: আগামি ৭ জন থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত ম্যাচ। কিন্তু মেগা ফাইনালের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান তারকা ব্যাটারকে পাবেন না অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বই: আগামি ৭ জন থেকে শুরু হতে চলেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১১ জুন পর্যন্ত ম্যাচ। মেগা ফাইনালে এবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। কিন্তু মেগা ফাইনালের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান তারকা ব্যাটারকে পাবেন না অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে চোট পাওয়ার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল। আইপিএলেও আর খেলবেন না তিনি।
গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান কেএল রাহুল। জোরে দৌড়ে বল চেজ করতে গিয়ে চোটের কবলে পড়েন তিনি। যন্ত্রণায় দেখা যায় রাহুলকে। মাঠ ছাডেন তিনি। চোটের কারণে শুরুতে ব্যাটও করতে নামেননি কেএল রাহুল। শেষ উইকেটে নামলেও ম্যাচ তখন লখনউয়ের হাত থেকে বেরিয়ে গিয়েছে। তারউপর দৌড়ানোর ক্ষমতা ছিল না এলএসজি অধিনায়কের। ম্যাচটা হেরে যায় লখনউ। বর্তমানে মুম্বইতে রয়েছেন কেএল রাহুল চোটের চিকিৎসার জন্য।
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে নিজের ছিটকে যাওয়ার কথা জানান কেএল রাহুল। পোস্টে লেখেন,”আমি খুব হতাশ। আগামী মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে পারব না। ভারতের জার্সিতে আবার খেলার জন্য যা যা করতে হবে করব। আমার এখন একটাই লক্ষ্য ভারতের জার্সিতে দ্রুত মাঠে নামা।” ভারতীয় তারকা ব্যাটারের যে ফের অ স্ত্রপচার করতে হবে ও তারপর রিহ্যাব সেই কথাও জানিয়েছেন রাহুল। গত বছরও চোটের কবলে পড়েছিলেন। সেই চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফেরেন। কিন্তু এবার ফের চোটের কবলে। এমনিতেই ফর্ম খুব একটা সাথ দিচ্ছে না, তার উপর চোট, ফলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কেএল রাহুলের।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by KL Rahul👑 (@klrahul)

advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট। স্ট্যান্ডবাই: সরফরাজ খান, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি এবং মুকেশ কুমার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023: আইপিএল হল কাল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিশাল ধাক্কা ভারতের
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement