Post Office Hit Scheme: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে মিলবে ৫,৫৫০ টাকা, জেনে নিন কত বিনিয়োগ করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Superhit Scheme: এই প্রকল্পটি বিশেষ করে যাঁরা নিয়মিত মাসিক আয় চাইছেন, তাঁদের জন্য উপকারী।
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
advertisement
পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সেভিংস স্কিম অফার করে। এর মধ্যে অন্যতম হল মান্থলি ইনকাম স্কিম (MIS), যা এককালীন বিনিয়োগে একটি নির্দিষ্ট মাসিক সুদের হার প্রদান করে। এই প্রকল্পটি বিশেষ করে যাঁরা নিয়মিত মাসিক আয় চাইছেন, তাঁদের জন্য উপকারী।
advertisement
এমআইএস স্কিমের অধীনে বার বার করে বিনিয়োগ করতে হবে না। একবার বিনিয়োগ করলেই বিনিয়োগকারী মাসিক আয় করতে শুরু করবেন। পোস্ট অফিস এই স্কিমের অধীনে ৭.৪ শতাংশ বার্ষিক সুদ প্রদান করে, যা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এই টাকা নিজের অ্যাকাউন্টে জমিয়ে রাখা যেতে পারে অথবা প্রয়োজনে তা তোলাও যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement









