Cameron Green In KKR: রেকর্ড ব্রেকিং দাম, পার্পল হল গ্রিন, চেন্নাইকে হারিয়ে শেষ হাসি হাসল কেকেআর

Last Updated:
Cameron Green In KKR: যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হল। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে উঠল টাকার ঝড়। টানটান লড়াইয়ে নিলামের টেবিলে শেষ হাসি হাসল কেকেআর।
1/5
যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হল। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে উঠল টাকার ঝড়। টানটান লড়াইয়ে নিলামের টেবিলে শেষ হাসি হাসল কেকেআর।
যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই হল। আইপিএল ২০২৬-এর মিনি নিলামে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে উঠল টাকার ঝড়। টানটান লড়াইয়ে নিলামের টেবিলে শেষ হাসি হাসল কেকেআর।
advertisement
2/5
আবুধাবিতে আইপিএলের নিলামের টেবিলে ৫নম্বরে ওঠে ক্যামেরেন গ্রিনের নাম। ২ কোটি টাকা ছিল অজি তারকার বেস প্রাইজ। আর সেই টাকা লড়াইয়ের টেবিলে পৌছে যায় ২৫.২০ কোটিতে।
আবুধাবিতে আইপিএলের নিলামের টেবিলে ৫নম্বরে ওঠে ক্যামেরেন গ্রিনের নাম। ২ কোটি টাকা ছিল অজি তারকার বেস প্রাইজ। আর সেই টাকা লড়াইয়ের টেবিলে পৌছে যায় ২৫.২০ কোটিতে।
advertisement
3/5
এদিন নিলামের টেবিলে প্রথম লড়াই হয় রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের। সেই লড়াই কলকাতাকে ১৩.৬০ কোটি পর্যন্ত টেক্কা দেয় রাজস্থান। কিন্তু তারপর লড়াই থেকে সড়ে দাঁড়ায় রাজস্থান।
এদিন নিলামের টেবিলে প্রথম লড়াই হয় রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের। সেই লড়াই কলকাতাকে ১৩.৬০ কোটি পর্যন্ত টেক্কা দেয় রাজস্থান। কিন্তু তারপর লড়াই থেকে সড়ে দাঁড়ায় রাজস্থান।
advertisement
4/5
এরপর কেকেআরের সঙ্গে লড়াই শুরু হয় সিএসকের। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নামা দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে জোড় লড়াই হয়। আর সেই লড়াই শেষ হয় রেকর্ড ব্রেকিং দামে গিয়ে।
এরপর কেকেআরের সঙ্গে লড়াই শুরু হয় সিএসকের। নিলামে সবথেকে বেশি টাকা নিয়ে নামা দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে জোড় লড়াই হয়। আর সেই লড়াই শেষ হয় রেকর্ড ব্রেকিং দামে গিয়ে।
advertisement
5/5
২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিন হলেন আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার। এর আগে ২৪.৭৫ কোটিতে গ্রিনকে কিনেছিল কেকেআর। সেই রেকর্ড নিজেরাই ভাঙল নাইটরা।
২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিন হলেন আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বিদেশি ক্রিকেটার। এর আগে ২৪.৭৫ কোটিতে গ্রিনকে কিনেছিল কেকেআর। সেই রেকর্ড নিজেরাই ভাঙল নাইটরা।
advertisement
advertisement
advertisement