Wasim Akram questions IPL : ভারতের ব্যর্থতার জন্য আইপিএল নিয়ে মাতামাতি কিছুটা দায়ী, বলছেন আক্রম

Last Updated:

Wasim Akram blames IPL . ওয়াসিম আক্রম বলেন, ভারত সব সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সর্বশেষ সীমিত ওভারের সিরিজ খেলেছে গত মার্চে। এখন চলছে নভেম্বর। এটিই বলে দেয়, আন্তর্জাতিক সিরিজকে তারা গুরুত্ব দিচ্ছে না

আইপিএল নিয়ে বাড়াবাড়ির দাম দিচ্ছে ভারত, বলছেন আক্রম
আইপিএল নিয়ে বাড়াবাড়ির দাম দিচ্ছে ভারত, বলছেন আক্রম
এমনকী ইদানিং গায়ের জোরে আইপিএলের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টও পিছিয়ে দেয় ভারত। আইপিএল নিয়ে তাদের এই মাতামাতিই বিশ্বকাপে ভারতের ভরাডুবি হয়েছে বলে মনে করেন ওয়াসিম আক্রম। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। সাত দিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। সবচেয়ে বেশি আলোচনায় বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ ভারতের বিবর্ণ পারফর্মেন্স।
advertisement
advertisement
তাদের খেলা দেখে মনেই হয় না যে দুর্দান্ত একটা দল খেলছে। টানা দুই হারে ভারতের সেমির আশা প্রায় শেষ হয়ে গেছে। অনেকগুলো সমীকরণ মিললেই শুধু তারা সেমিফাইনালে যেতে পারবে। স্পোর্টস' চ্যানেলে আলোচনায় 'সুলতান অব সুইং' খ্যাত পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম বলেন, ভারত সব সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সর্বশেষ সীমিত ওভারের সিরিজ খেলেছে গত মার্চে। এখন চলছে নভেম্বর। এটিই বলে দেয়, আন্তর্জাতিক সিরিজকে তারা গুরুত্ব দিচ্ছে না। তারা মনে করে, আইপিএলই যথেষ্ট।
advertisement
লিগ ক্রিকেট আপনি যত ইচ্ছা খেলতে পারেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। লিগে প্রতিপক্ষ দলে দু-একজন ভাল বোলার থাকে। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে হয় পাঁচজন ভাল বোলারের। নিন্দুকেরা হয়তো বলবেন ওয়াসিম আক্রম নিজের কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচ ছিলেন। প্রচুর টাকা রোজগার করেছেন আইপিএল থেকে। কথাটা সত্যি! কিন্তু একজন মহান ক্রিকেটার বলেই ভারতীয় ক্রিকেটের ভুলটা ধরিয়ে দিতে পেরেছেন। ভারতে অনেক নামী ক্রিকেটার আইপিএল থেকে পকেট গরম হওয়ার লোভে সত্যি কথা বলার সাহস রাখেন না।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Wasim Akram questions IPL : ভারতের ব্যর্থতার জন্য আইপিএল নিয়ে মাতামাতি কিছুটা দায়ী, বলছেন আক্রম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement