Gavaskar on Bhuvneshwar Kumar : সেরা সময় অতীত ভুবির, পরিবর্তে দীপক চাহারকে দলে চান গাভাসকার

Last Updated:

Sunil Gavaskar wants Indian team to play Deepak Chahar for Bhuvneshwar Kumar. ভুবনেশ্বর কুমারের দিন শেষ, বলছেন গাভাসকার, ভুবির জায়গায় দীপককে দেখতে চান গাভাসকার

ভুবির জায়গায় দীপককে দেখতে চান গাভাসকার
ভুবির জায়গায় দীপককে দেখতে চান গাভাসকার
দু’টি ম্যাচ হেরে সিরিজ হাতের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সফর ভুলতে চাইবে ভারতীয় দল। মনে রাখতে চাইবেন না ভুবনেশ্বর কুমারও। দু’টি এক দিনের ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে রেগে গিয়েছেন সুনীল গাভাসকার। এখনই তাঁকে বসিয়ে দিতে উপদেশ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কে হবেন তাঁর বদলি? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও অবধি একটিও উইকেট নিতে পারেননি ভুবি।
advertisement
advertisement
প্রথম ম্যাচে ১০ ওভারে দিয়েছেন ৬৪ রান। পরের ম্যাচে ৮ ওভার বল করে দেন ৬৭ রান। এমন বোলিংয়ের পর গাওস্করের খুশি না হওয়াই স্বাভাবিক। তিনি বলেন, বিপক্ষ তোমাকে পড়ে ফেলেছে। তোমার জন্য তৈরি হয়ে মাঠে নামছে ওরা। তাই অন্য কাউকে ভাবার সময় এসে গিয়েছে। কাকে বেছে নিলেন সানি? ভারতের প্রাক্তন ওপেনার বলেন, আমার মনে হয় দীপক চাহারকে খেলানো উচিত। ওর বয়স কম। তা ছাড়া ও এমন একজন বোলার, ব্যাট হাতেও দলের কাজে লাগতে পারে।
advertisement
খুব একটা ভুল বলেননি গাভাসকার। দীপক চাহার যেমন নতুন বলে সুইং করাতে পারেন, তেমনই ব্যাট হাতে তার যোগ্যতা প্রমাণ করেছিলেন ভারতের শেষ শ্রীলঙ্কা সফরে। অনবদ্য অর্ধশতরান করেছিলেন তিনি। তাছাড়া মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাইতে খেলেন দীপক। ক্রিকেটার হিসেবে তার বুদ্ধি এবং পরিণত বোধ অনেকটাই বেড়ে গিয়েছে মনে করেন গাভাসকার।
নিঃসন্দেহে অতীতের ভুবনেশ্বর কুমার অতীতে প্রচুর ম্যাচ একার দক্ষতায় ভারতকে জিতিয়েছেন। কিন্তু ক্রিকেটে অতীতের মূল্য নেই। রোজ নতুন লড়াই। রোজ নিজেকে প্রমাণ করার মঞ্চ। আর এই লড়াইতে পিছিয়ে পড়েছেন ভুবনেশ্বর। শুধু সুনীল গাভাসকার নন, ভুবনেশ্বর কুমার নিয়ে একই মত পোষণ করেন ডেল স্টেইন।
advertisement
প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার জানিয়েছেন দুটি ম্যাচে ভুবনেশ্বরকে দেখে মনে হয়নি তার সুইং বা লাইন লেন্থ ঝামেলায় ফেলতে পারে বাভুমা, মালানদের। কুইন্টন ডি কক অবলীলায় তাকে মারছিলেন। ভূবির বলে সেই পুরনো ধার দেখা যাচ্ছে না। এখন দেখার তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gavaskar on Bhuvneshwar Kumar : সেরা সময় অতীত ভুবির, পরিবর্তে দীপক চাহারকে দলে চান গাভাসকার
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement