U 19 World Cup 2022: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান! কীভাবে সম্ভব এই টক্কর

Last Updated:

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup 2022) মঞ্চে কি ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) হতে চলেছে? এই লক্ষ টাকার প্রশ্ন নিয়ে এখন সব ক্রিকেটপ্রেমীদের মনে৷

u19 world cup: india vs pakistan clash may happen in final- Photo- File
u19 world cup: india vs pakistan clash may happen in final- Photo- File
#কলকাতা: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের  (U 19 World Cup 2022) মঞ্চে কি ভারত বনাম পাকিস্তান  (IND vs PAK)  হতে চলেছে? এই লক্ষ টাকার প্রশ্ন নিয়ে এখন সব ক্রিকেটপ্রেমীদের মনে৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে৷ কোয়ার্টার ফাইনালের ৮ টি দল নিশ্চিত হয়ে গেছে৷ ভারত ও পাকিস্তান   (India vs Pakistan) দুই দলই শেষ আটে পৌঁছে৷ এখন সকলেরই নজর ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)  দুজনের কবে লড়াই হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে৷ ভারত আর পাকিস্তান (India vs Pakistan)  দুটি দলই নিজের নিজের তিনটি গ্রুপ পর্বের খেলায় জিতেছে৷ এই দুই দলই বিশ্বকাপের (U 19 World Cup 2022)  মঞ্চে শানদার পারফরম্যান্স করেছে৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের  (U 19 World Cup 2022)  কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি (Fixture)
পাকিস্তান দল (Pakistan Cricket Team) কোয়ার্টার ফাইনাল ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া -র সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে৷ আর ২৯ জানুয়ারি ভারত (Indian Cricket Team) খেলবে বাংলাদেশের সঙ্গে খেলবে৷ কোয়ার্টার ফাইনালের খেলা হবে ২৭ জানুয়ারি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ২৬ জানুয়ারি ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে৷
advertisement
advertisement
ভারত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ((U 19 World Cup ) সবচেয়ে সফল দল৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জয়ী ভারতকে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেরও দাবিদার বলে মনে করা হচ্ছে৷
advertisement
কীভাবে ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)
ভারত যদি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় তাহলে সেমিফাইনালে তারা শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে৷ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান কোনও ভাবেই সেমিফাইনালে মুখোমুখি হবে৷ দুই দলই যদি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জেতে তাহলে ফাইনালে হবে মেগা মোকাবিলা৷ এখন সব ক্রিকেট ফ্যানরাই চাইছেন ফাইনালে উঠুক চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান৷  ফাইনাল খেলা হবে ৫ ফ্রেবুয়ারি৷
advertisement
ভারত ৪ বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর পাকিস্তান ২বারের চ্যাম্পিয়ন
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ইতিহাস দেখলে এই টুর্নামেন্টের এটা ১৪ তম বার৷ ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল৷ ভারত এই টুর্নামেন্ট ৪ বার এবং পাকিস্তান ২ বার এই টুর্নামেন্ট জিতেছে৷ ভারত বনাম পাকিস্তান ফাইনাল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে ২০০৬ সালে হয়েছিল৷ পাকিস্তান এই মোকাবিলা ৩৮ রানে জিতেছিল৷ পাকিস্তান প্রথমে ব্যাট করে ১০৯ রান করেছিল এবং ভারত উত্তরে ৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মোট ১০ বার খেলা হয়েছে দুই দলই ৫ বার ৫ বার জিতেছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
U 19 World Cup 2022: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান! কীভাবে সম্ভব এই টক্কর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement