U 19 World Cup 2022: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান! কীভাবে সম্ভব এই টক্কর

Last Updated:

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup 2022) মঞ্চে কি ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) হতে চলেছে? এই লক্ষ টাকার প্রশ্ন নিয়ে এখন সব ক্রিকেটপ্রেমীদের মনে৷

u19 world cup: india vs pakistan clash may happen in final- Photo- File
u19 world cup: india vs pakistan clash may happen in final- Photo- File
#কলকাতা: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের  (U 19 World Cup 2022) মঞ্চে কি ভারত বনাম পাকিস্তান  (IND vs PAK)  হতে চলেছে? এই লক্ষ টাকার প্রশ্ন নিয়ে এখন সব ক্রিকেটপ্রেমীদের মনে৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে৷ কোয়ার্টার ফাইনালের ৮ টি দল নিশ্চিত হয়ে গেছে৷ ভারত ও পাকিস্তান   (India vs Pakistan) দুই দলই শেষ আটে পৌঁছে৷ এখন সকলেরই নজর ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)  দুজনের কবে লড়াই হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে৷ ভারত আর পাকিস্তান (India vs Pakistan)  দুটি দলই নিজের নিজের তিনটি গ্রুপ পর্বের খেলায় জিতেছে৷ এই দুই দলই বিশ্বকাপের (U 19 World Cup 2022)  মঞ্চে শানদার পারফরম্যান্স করেছে৷
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের  (U 19 World Cup 2022)  কোয়ার্টার ফাইনালের ক্রীড়াসূচি (Fixture)
পাকিস্তান দল (Pakistan Cricket Team) কোয়ার্টার ফাইনাল ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া -র সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে৷ আর ২৯ জানুয়ারি ভারত (Indian Cricket Team) খেলবে বাংলাদেশের সঙ্গে খেলবে৷ কোয়ার্টার ফাইনালের খেলা হবে ২৭ জানুয়ারি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, ২৬ জানুয়ারি ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে৷
advertisement
advertisement
ভারত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ((U 19 World Cup ) সবচেয়ে সফল দল৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জয়ী ভারতকে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেরও দাবিদার বলে মনে করা হচ্ছে৷
advertisement
কীভাবে ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK)
ভারত যদি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় তাহলে সেমিফাইনালে তারা শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে৷ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান কোনও ভাবেই সেমিফাইনালে মুখোমুখি হবে৷ দুই দলই যদি কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে জেতে তাহলে ফাইনালে হবে মেগা মোকাবিলা৷ এখন সব ক্রিকেট ফ্যানরাই চাইছেন ফাইনালে উঠুক চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান৷  ফাইনাল খেলা হবে ৫ ফ্রেবুয়ারি৷
advertisement
ভারত ৪ বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর পাকিস্তান ২বারের চ্যাম্পিয়ন
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ইতিহাস দেখলে এই টুর্নামেন্টের এটা ১৪ তম বার৷ ভারত এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল৷ ভারত এই টুর্নামেন্ট ৪ বার এবং পাকিস্তান ২ বার এই টুর্নামেন্ট জিতেছে৷ ভারত বনাম পাকিস্তান ফাইনাল অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে ২০০৬ সালে হয়েছিল৷ পাকিস্তান এই মোকাবিলা ৩৮ রানে জিতেছিল৷ পাকিস্তান প্রথমে ব্যাট করে ১০৯ রান করেছিল এবং ভারত উত্তরে ৭১ রানে অলআউট হয়ে গিয়েছিল৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মোট ১০ বার খেলা হয়েছে দুই দলই ৫ বার ৫ বার জিতেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U 19 World Cup 2022: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম পাকিস্তান! কীভাবে সম্ভব এই টক্কর
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement