Job Vacancy: ২৭৪ পদে কর্মী নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পাসদের জন্য বড় চাকরি
- Published by:Debalina Datta
Last Updated:
Job Vacancy: HPU Recruitment 2022: প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের (Himachal Pradesh University) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গার্ড এবং ড্রাইভার সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র (Vacancy) গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে https://recruitment.hpushimla.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।
HPU Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদনের (Job Vacancy) প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
HPU Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২৭৪টি শূন্যপদ (Job Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
HPU Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
গার্ড- ২৮টি পদ
advertisement
পিয়ন- ৯২টি পদ
ড্রাইভার- ৫টি পদ
মেস হেলপার- ৬টি পদ
কন্ডাক্টর- ২টি পদ
কেরানি- ৫৪টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় (Himachal Pradesh University)
পদের নাম | গ্রু বি, সি, ডি |
শূন্যপদের সংখ্যা | ২৭৪ |
কাজের স্থান | হিমাচল প্রদেশ |
কাজের ধরণ | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট |
আবেদন প্রক্রিয়া শুরু | ০৭.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | ক্লার্ক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি উত্তীর্ন হতে হবে। যেখানে কন্ডাক্টর পদের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। |
চালক পদের জন্য প্রার্থীদের দশম এবং মেস হেলপার পদের জন্য অষ্টম শ্রেণি পাস করা বাধ্যতামূলক। | |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ দিন | ৩১.০১.২০২২ |
advertisement
HPU Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ক্লার্ক পদের জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। যেখানে কন্ডাক্টর পদের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।
চালক পদের জন্য প্রার্থীদের দশম এবং মেস হেলপার পদের জন্য অষ্টম শ্রেণি পাস করা বাধ্যতামূলক।
advertisement
HPU Recruitment 2022: বয়সসীমা
এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে। অন্য দিকে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্ব সীমাতে ছাড় দেওয়া হয়েছে।
HPU Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
Location :
First Published :
January 21, 2022 6:12 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: ২৭৪ পদে কর্মী নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পাসদের জন্য বড় চাকরি