Virat Kohli vs KL Rahul: Indian Dressing Room-এর ভিতরে কেলেঙ্কারি, মুচমুচে গসিপ করে বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার, ভাইরাল ভিডিও

Last Updated:

Virat Kohli vs KL Rahul: অনেকদিন বাদে ভারতীয় ড্রেসিংরুম নিয়ে দেদার মুচমুচে ভাঙনের গল্প! পাকিস্তানি ক্রিকেটারের ইউটিউব ভিডিও ভাইরাল (Viral Video)৷

Virat Kohli vs KL Rahul- Photo -News 18 Creative
Virat Kohli vs KL Rahul- Photo -News 18 Creative
#ইসলামাবাদ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচে (India vs South Africa) ৩১ রানে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে৷ কেএল রাহুলের (KL Rahul)  নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল দুর্বলতা ফের একবার প্রমাণ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে৷ এর ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ১-০ পিছিয়ে পড়েছে ভারত৷ এই মোকাবিলার পর পাকিস্তানের প্রাক্তন বোলার দানিশ কানেরিয়া (Danish Kaneria) এক বিতর্কিত মন্তব্য করেছেন৷ তাঁর মত  ম্যাচ চলাকালীন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা নয় ভারতীয় ড্রেসিংরুমে ছিল বিরাট কোহলি বনাম কেএল রাহুল (Virat Kohli vs KL Rahul) ৷ নিজের ইউটিউব চ্যানেলে এই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক বোলার দানিশ কানেরিয়া৷ তাঁর এই ভারতীয় ড্রেসিংরুমের (Indian Dressing Room) কেলেঙ্কারি নিয়ে নিজের তৈরি করা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Viral Video)৷
কেএল রাহুল  আর বিরাট কোহলি (Virat Kohli vs KL Rahul) ড্রেসিংরুমে আলাদা আলাদা বসেছিলেন৷ কোহলিও মাঠে যে স্বভাবসিদ্ধ মুডে থাকেন সেটা এদিনের ম্যাচে ছিল না বলে দাবি কানেরিয়ার (Danish Kaneria)৷ নিজের অধিনায়কত্বের সময় তিনি যা করতেন সেইটা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ছিল না৷ তবে দানেশ কানেরিয়া মনে করছেন বিরাট কোহলি যেহেতু দারুণ একজন টিম ম্যান তাই তিনি খুব দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ফিরে আসবেন৷ কেএল রাহুল এখন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক, কিন্তু রোহিত শর্মা  (Rohit Sharma) চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে না থাকায় কেএল রাহুলই অধিনায়কত্ব করছেন৷
advertisement
advertisement
দিন কয়েক আগেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ২-১ হারের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি (Virat Kohli) ৷ এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ডিসেম্বর মাসে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব বিরাট কোহলির থেকে নিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড৷
advertisement
এদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় একদিনের ম্যাচে ফের ফ্লপ বিরাট কোহলির ব্যাট৷ এদিন তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ আউটসাইড অফে পড়া বলের লেংথে গিয়ে স্ট্রোক প্লে করলেওতা কভারে বাভুমার হাতে চলে যায় ফলে মহারাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয় কোহলিকে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli vs KL Rahul: Indian Dressing Room-এর ভিতরে কেলেঙ্কারি, মুচমুচে গসিপ করে বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement