Virat Kohli vs KL Rahul: Indian Dressing Room-এর ভিতরে কেলেঙ্কারি, মুচমুচে গসিপ করে বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার, ভাইরাল ভিডিও

Last Updated:

Virat Kohli vs KL Rahul: অনেকদিন বাদে ভারতীয় ড্রেসিংরুম নিয়ে দেদার মুচমুচে ভাঙনের গল্প! পাকিস্তানি ক্রিকেটারের ইউটিউব ভিডিও ভাইরাল (Viral Video)৷

Virat Kohli vs KL Rahul- Photo -News 18 Creative
Virat Kohli vs KL Rahul- Photo -News 18 Creative
#ইসলামাবাদ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্যাচে (India vs South Africa) ৩১ রানে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে৷ কেএল রাহুলের (KL Rahul)  নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল দুর্বলতা ফের একবার প্রমাণ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে৷ এর ফলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) ১-০ পিছিয়ে পড়েছে ভারত৷ এই মোকাবিলার পর পাকিস্তানের প্রাক্তন বোলার দানিশ কানেরিয়া (Danish Kaneria) এক বিতর্কিত মন্তব্য করেছেন৷ তাঁর মত  ম্যাচ চলাকালীন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা নয় ভারতীয় ড্রেসিংরুমে ছিল বিরাট কোহলি বনাম কেএল রাহুল (Virat Kohli vs KL Rahul) ৷ নিজের ইউটিউব চ্যানেলে এই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক বোলার দানিশ কানেরিয়া৷ তাঁর এই ভারতীয় ড্রেসিংরুমের (Indian Dressing Room) কেলেঙ্কারি নিয়ে নিজের তৈরি করা ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও (Viral Video)৷
কেএল রাহুল  আর বিরাট কোহলি (Virat Kohli vs KL Rahul) ড্রেসিংরুমে আলাদা আলাদা বসেছিলেন৷ কোহলিও মাঠে যে স্বভাবসিদ্ধ মুডে থাকেন সেটা এদিনের ম্যাচে ছিল না বলে দাবি কানেরিয়ার (Danish Kaneria)৷ নিজের অধিনায়কত্বের সময় তিনি যা করতেন সেইটা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ছিল না৷ তবে দানেশ কানেরিয়া মনে করছেন বিরাট কোহলি যেহেতু দারুণ একজন টিম ম্যান তাই তিনি খুব দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ফিরে আসবেন৷ কেএল রাহুল এখন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক, কিন্তু রোহিত শর্মা  (Rohit Sharma) চোটের কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে না থাকায় কেএল রাহুলই অধিনায়কত্ব করছেন৷
advertisement
advertisement
দিন কয়েক আগেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ২-১ হারের পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক থেকেও সরে দাঁড়ান বিরাট কোহলি (Virat Kohli) ৷ এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ডিসেম্বর মাসে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব বিরাট কোহলির থেকে নিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড৷
advertisement
এদিকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান করলেও দ্বিতীয় একদিনের ম্যাচে ফের ফ্লপ বিরাট কোহলির ব্যাট৷ এদিন তিনি শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন৷ আউটসাইড অফে পড়া বলের লেংথে গিয়ে স্ট্রোক প্লে করলেওতা কভারে বাভুমার হাতে চলে যায় ফলে মহারাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরতে হয় কোহলিকে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli vs KL Rahul: Indian Dressing Room-এর ভিতরে কেলেঙ্কারি, মুচমুচে গসিপ করে বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement