Extramarital Affair: মনুয়া কাণ্ডের ছায়া! প্রেমিককে নিয়ে স্বামীকে খুন মালদহে

Last Updated:
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন (Extramarital Affair)। ফের মনুয়াকাণ্ডের ছায়া (Manua Incidet)৷ চাঞ্চল্যকর অভিযোগ মালদহের (Maldah) ইংরেজবাজার থানার মোহনপুর এলাকায়।
1/4
#মালদহ: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন (Extramarital Affair)। ফের মনুয়াকাণ্ডের ছায়া (Manua Incidet)৷ চাঞ্চল্যকর অভিযোগ মালদহের (Maldah) ইংরেজবাজার থানার মোহনপুর এলাকায়। খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মিলকি ফাঁড়ির পুলিশ। মৃত সাদিকুল খান গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। Photo- Representative
#মালদহ: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন (Extramarital Affair)। ফের মনুয়াকাণ্ডের ছায়া (Manua Incidet)৷ চাঞ্চল্যকর অভিযোগ মালদহের (Maldah) ইংরেজবাজার থানার মোহনপুর এলাকায়। খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মিলকি ফাঁড়ির পুলিশ। মৃত সাদিকুল খান গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। Photo- Representative
advertisement
2/4
পুলিশ জানিয়েছে, গত ১০ জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মোহনপুর গ্রামের বাসিন্দা সাদিকুল খান। এরপর গত ১৬ জানুয়ারি মিলকি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই গ্রামের বাসিন্দা স্ত্রীর প্রেমিক লালচাঁদ শেখ (Extarmarital Affair) এবং নুর আলমকে পুলিশ প্রথমে গ্রেফতার করে। Photo- Representative
পুলিশ জানিয়েছে, গত ১০ জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মোহনপুর গ্রামের বাসিন্দা সাদিকুল খান। এরপর গত ১৬ জানুয়ারি মিলকি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই গ্রামের বাসিন্দা স্ত্রীর প্রেমিক লালচাঁদ শেখ (Extarmarital Affair) এবং নুর আলমকে পুলিশ প্রথমে গ্রেফতার করে। Photo- Representative
advertisement
3/4
তাঁদের জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর সাদিকুল খানের স্ত্রী শরিফা বিবিকে (Extramarital Affair) জিজ্ঞাসাবাদ শুরু করে করে পুলিশ। পরে ধৃতদের সঙ্গে নিয়ে ওই গ্রামে একটি বাগান থেকে উদ্ধার করা হয় সাদিকুল খানের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। Photo- Representative
তাঁদের জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর সাদিকুল খানের স্ত্রী শরিফা বিবিকে (Extramarital Affair) জিজ্ঞাসাবাদ শুরু করে করে পুলিশ। পরে ধৃতদের সঙ্গে নিয়ে ওই গ্রামে একটি বাগান থেকে উদ্ধার করা হয় সাদিকুল খানের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। Photo- Representative
advertisement
4/4
সাদিকুলের স্ত্রী শরিফা বিবি, তার প্রেমিক লালচাঁদ ও বন্ধু নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদহ (Maldah) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। Photo- Representative Input- Sebak Deb Sharma
সাদিকুলের স্ত্রী শরিফা বিবি, তার প্রেমিক লালচাঁদ ও বন্ধু নুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদহ (Maldah) মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। Photo- Representative Input- Sebak Deb Sharma
advertisement
advertisement
advertisement