Extramarital Affair: মনুয়া কাণ্ডের ছায়া! প্রেমিককে নিয়ে স্বামীকে খুন মালদহে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন (Extramarital Affair)। ফের মনুয়াকাণ্ডের ছায়া (Manua Incidet)৷ চাঞ্চল্যকর অভিযোগ মালদহের (Maldah) ইংরেজবাজার থানার মোহনপুর এলাকায়।
#মালদহ: প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন (Extramarital Affair)। ফের মনুয়াকাণ্ডের ছায়া (Manua Incidet)৷ চাঞ্চল্যকর অভিযোগ মালদহের (Maldah) ইংরেজবাজার থানার মোহনপুর এলাকায়। খুনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মিলকি ফাঁড়ির পুলিশ। মৃত সাদিকুল খান গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। Photo- Representative
advertisement
পুলিশ জানিয়েছে, গত ১০ জানুয়ারি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মোহনপুর গ্রামের বাসিন্দা সাদিকুল খান। এরপর গত ১৬ জানুয়ারি মিলকি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই গ্রামের বাসিন্দা স্ত্রীর প্রেমিক লালচাঁদ শেখ (Extarmarital Affair) এবং নুর আলমকে পুলিশ প্রথমে গ্রেফতার করে। Photo- Representative
advertisement
advertisement